
ধসে পড়ল মুঘল সম্রাট হুমায়ুনের সমাধি, ভেতরে আটকা অনেকে
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : আগস্ট ১৫, ২০২৫
ভারতের রাজধানী দিল্লির নিজামউদ্দিন এলাকায় মুঘল সম্রাট সম্রাট হুমায়ুনের সমাধির একটি অংশের ছাদ ধসে পড়ে। আশঙ্কা করা হচ্ছে, সেখানে বহু মানুষ আটকে আছে। ধ্বংসস্তূপের নিচ থেকে ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনও চলছে।
আজ শুক্রবার বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে দিল্লি ফায়ার সার্ভিসে ফোন আসে। সেখানে বলা হয়, সমাধিস্থলের একটি গম্বুজের অংশ ভেঙে পড়েছে।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী বিষ্ণু কুমার বলেন, “আমি হুমায়ুনের সমাধিতে কাজ করি। হঠাৎ শব্দ শুনে আমার সুপারভাইজার দৌড়ে আসেন। আমরা দ্রুত লোকজন ও প্রশাসনকে খবর দিই। ধীরে ধীরে আমরা আটকে পড়া মানুষদের বের করে আনি।”
কর্তৃপক্ষ জানায়, দিল্লি পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ উদ্যোগে উদ্ধার অভিযান চলছে। দক্ষিণ-পূর্ব জেলার ডেপুটি পুলিশ কমিশনার (ডিসিপি) নিশ্চিত করেছেন, ধসে পড়া ছাদের নিচ থেকে ১০ থেকে ১২ জনকে উদ্ধার করা হয়েছে।
ডিসিপি আরও জানান, স্টেশন হাউজ অফিসার (এসএইচও) ও স্থানীয় পুলিশ সদস্যরা খবর পাওয়ার ৫ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিস কর্মী ও ‘ক্যাটস’অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে আসে। পরে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফও) উদ্ধার অভিযানে যোগ দেয়।
এই স্মৃতিস্তম্ভটি ষোড়শ শতাব্দীর মাঝামাঝির সমাধিসৌধ, যা পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। হুমায়ুন ছিলেন মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট। তার পুরো নাম ছিল নাসির-উদ-দিন মুহাম্মদ হুমায়ুন। তিনি তার বাবা বাবরের মৃত্যুর পর ১৫৩০ সালে সিংহাসনে আরোহন করেন। সূত্র: হিন্দুস্তান টাইমস ও পিটিআই