নাইজেরিয়ায় অনাহার-অপুষ্টিতে ৬৫২ শিশুর মৃত্যু

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুলাই ২৬, ২০২৫

নাইজেরিয়ার কাটসিনা রাজ্যে চলতি বছরের প্রথম ৬ মাসে অনাহার-অপুষ্টিতে ৬৫২ শিশু মারা গেছে। আন্তর্জাতিক দাতাদের তহবিল কমানোর কারণে এসব শিশু মারা গেছে বলে শুক্রবার জানিয়েছে মেডেসিনস সানস ফ্রন্টিয়ার্স (এমএসএফ)।

এমএসএফ জানায়, আমরা বর্তমানে বিশাল বাজেট কাটছাঁট প্রত্যক্ষ করছি। বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন থেকে। এটি অপুষ্টিতে ভোগা শিশুদের চিকিৎসার ওপর ব্যাপকভাবে প্রভাব ফেলছে।

এমএসএফ আরও জানায়, গত বছরের একই সময়ের তুলনায় এ বছর কাটসিনায় সবচেয়ে তীব্র অপুষ্টিতে ভোগা শিশুদের সংখ্যা প্রায় ২০৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং ২০২৫ সালের শুরু থেকে এরই মধ্যে ৬৫২ শিশু মারা গেছে।

এর আগে জাতিসংঘের খাদ্য সংস্থা জানায়, তারা জুলাইয়ের শেষের দিকে নাইজেরিয়ার বিদ্রোহ-কবলিত উত্তর-পূর্বাঞ্চলের ১.৩ মিলিয়ন মানুষের জন্য খাদ্য ও পুষ্টি সহায়তা স্থগিত করতে বাধ্য হবে। কারণ মজুদ শেষ হয়ে গেছে।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য খাতে তহবিল প্রত্যাহারের ফলে ঘাটতি পূরণের জন্য নাইজেরিয়া এই বছর ২০০ বিলিয়ন নাইরা (১৩০ মিলিয়ন ডলার) বাজেট করেছে।

উল্লেখ্য, কাটসিনা রাজ্যে ডাকাতি ব্যাপকভাবে বেড়েছে। ফলে নিরাপত্তাহীনতার কারণে অনেক মানুষ বাস্তুচ্যুত হয়েছে, তাদের খামার ছেড়ে যেতে বাধ্য হয়েছে। স্থানীয় বেসামরিক নজরদারি গোষ্ঠীগুলির সঙ্গে সরকার ডাকাতদের কার্যকলাপ নিয়ন্ত্রণে লড়াই করছে।