নাইজেরিয়ায় স্কুলে হামলা, অপহৃত ২২০

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : নভেম্বর ২২, ২০২৫

নাইজেরিয়ার মধ্যাঞ্চলে একটি ক্যাথলিক আবাসিক বিদ্যালয়ে সশস্ত্র হামলায় ২২০ জনেরও বেশি শিক্ষার্থী ও কর্মীকে অপহরণ করা হয়েছে। শুক্রবার ভোরে আগওয়ারা এলাকার সেন্ট মেরি’স স্কুলে এ ঘটনা ঘটে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে।

 

নাইজেরিয়ান খ্রিস্টান অ্যাসোসিয়েশন জানিয়েছে, অপহৃতদের মধ্যে ২১৫ শিক্ষার্থী ও ১২ জন শিক্ষক। হামলার সময় সশস্ত্র ব্যক্তিরা রাত ১টা থেকে ৩টার মধ্যে হোস্টেলে ঢুকে শিক্ষার্থী, শিক্ষক ও এক নিরাপত্তারক্ষীকে জিম্মি করে। ওই রক্ষীকে গুলি করা হয়। কিছু শিক্ষার্থী পালিয়ে যেতে সক্ষম হয়।

 

রাজ্য সরকারের সচিব আবু বকর উসমান বলেন, “নিরাপত্তা হুমকির বিষয়ে আগাম সতর্কতা দেওয়ার পরও স্কুল কর্তৃপক্ষ অনুমতি ছাড়াই খুলে দেয়, যা পরিস্থিতিকে ঝুঁকিপূর্ণ করে তোলে। পুলিশ ও সেনাবাহিনী অভিযান শুরু করেছে এবং সম্ভাব্য বনাঞ্চলে চিরুনি তল্লাশি চলছে।”

 

সাম্প্রতিক সময়ে নাইজেরিয়ায় স্কুল অপহরণের ঘটনা বেড়েছে। কয়েকদিন আগে কেব্বি রাজ্যে ২৫ শিক্ষার্থীকে অপহরণ করা হয়। ক্রমবর্ধমান নিরাপত্তা সংকটে প্রেসিডেন্ট বোলা টিনুবুকেও বিদেশ সফর স্থগিত করতে হয়েছে।

 

ধারণা করা হচ্ছে, স্থানীয়ভাবে ‘ডাকাত দল’ নামে পরিচিত সশস্ত্র গ্রুপগুলো দুর্বল নিরাপত্তার সুবিধা নিয়ে মুক্তিপণ ও প্রভাব বিস্তারের উদ্দেশ্যে এ ধরনের হামলা চালায়।

 

এ ঘটনায় এখনও কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। তবে কর্তৃপক্ষ বলেছে, অপহৃতদের উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।