নারীদের বোরকা পরে হাসপাতালে যাওয়ার নির্দেশ তালেবানের

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : নভেম্বর ১৩, ২০২৫

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে সরকারি হাসপাতালে যাওয়ার সময় নারী রোগী, তাদের সঙ্গী ও কর্মীদের বোরকা পরার নির্দেশ দিয়েছে তালেবান সরকার। বুধবার এ দাবি করেছে চিকিৎসা সংক্রান্ত দাতব্য সংস্থা ডক্টর্স উইদাউট বর্ডার্স, যা মেডসো-স্যঁ ফ্রতিয়ে (এমএসএফ) নামেও পরিচিত।

 

এই নির্দেশ ৫ নভেম্বর থেকে কার্যকর রয়েছে। আফগানিস্তানে এমএসএফ-এর প্রোগ্রাম ম্যানেজার সারা শেতো বিবিসিকে বলেন, “এই বিধিনিষেধ নারীদের জীবনকে আরও সংকুচিত করছে এবং তাদের স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার সীমিত করছে।”

 

তিনি আরও বলেন, “এই নির্দেশ জরুরি চিকিৎসার প্রয়োজন থাকা রোগীদেরও প্রভাবিত করছে। তালেবান সদস্যরা স্বাস্থ্যকেন্দ্রের বাইরে দাঁড়িয়ে থাকছে এবং যারা বোরকা পরেননি, তাদের প্রবেশে বাধা দিচ্ছে।”

 

তালেবান সরকারের নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফ আল-ইসলাম খায়বার বলেন, “বোরকা না পরার কারণে নারীদের চিকিৎসাকেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার খবর সঠিক নয়।”

 

জানা গেছে, এ নিয়ে উদ্বেগ প্রকাশের পর এই বিধিনিষেধ আংশিকভাবে শিথিল করা হয়েছে। সূত্র: বিবিসি