নীহার লিখন

নীহার লিখন

নীহার লিখনের ৩ কবিতা

প্রকাশিত : অক্টোবর ০৩, ২০২৩

অন্য ফুলে

 

আমার সে কবিতাগুলোর জন্যে একটা অবিনশ্বর থেমে থাকা আছে

 

আমি কাউকে থামাতে পারছি না শোনাবো বলে; আনাজের ফুলের মতো তাদেরকে কেউ কখনো ফুলের মতো করে দ্যাখেনি কোনোদিন

 

অথচ তারা ফুটেছে, জোৎস্নার মতো মুখ নিয়ে হেসে হেসে বিলীন হয়েছে অপারে,
বাতাসে বাতাসে দুলেছে, মাঠের অসুখ আনন্দে ঢেকেছে, মানুষের মনের দিকে তাকিয়ে থেকেছে শুদ্ধ অভিপ্রায়ে

 

আমার সে কবিতাগুলোতে প্রেম ছিল, ছিল আত্মবলিদান, আর নিস্পৃহার সমস্ত রঙ আর ধ্যান, অথচ পৃথিবী তাকে না চিনেই, না জেনেই আজীবন চলে যায় অন্য ফুলে

 

ঊর্দ্ধে যাই

 

পথ পায়ের নিচেই থাকে

 

সবচেয়ে বেশি রোদ পোহায়, সবচেয়ে বেশি বৃষ্টিতে ভিজে; সবচেয়ে বেশি একা হয়

 

গহীন অন্ধকারেও ঘরে ফেরে না; নির্জন সময়ে যার নির্জনতা সবচেয়ে বেশি তার বুকেই চেপে ধরে পাথুরে শিলা

 

এতদসত্ত্বেও সে একটা খোল চিঠি ফেলে রাখে, যেন কোনো কবির হৃদয়, কয় বাক্যের সে চিঠিতে লেখা আছে— পৃথিবী সুন্দর, আসো আরও দূরে যাই, আমরা আরও ভালোবাসি, আমরা আমাদের আরও ঊর্দ্ধে যাই

 

বেদনা

 

পাখি দেখতে দেখতে বেলা পার করে দিয়ে আসি মহানন্দে; মানুষ দেখতে দেখতে নেমে যাই খাদে

 

সিদ্ধান্তে তাই আমি মানুষ মুছে ফেলছি; এ বেদনা আমার পারলে মুছে দিও কেউ

 

পারলে একটা রোদজ্বলা হাঁসের পাখার মতো চিকচিক করে দেখিও তোমাকে, একটা ঘাসফুলের মতো আদুরে মুখের বিভার বিকালে ফুটে থেকো