
প্রকৌশল শিক্ষার্থীদের পরবর্তী কর্মসূচির ঘোষণা আজ বিকেলে
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : আগস্ট ২৮, ২০২৫
তিন দফা দাবিতে প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন চলমান থাকবে বলে জানিয়েছেন প্রকৌশল অধিকার আন্দোলনের প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়ালিউল্লাহ। বুধবার রাত সাড়ে ১০টার দিকে শাহবাগ মোড়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান।
মোহাম্মদ ওয়ালিউল্লাহ বলেন, “বৃহস্পতিবার বিকেল ৫টায় ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্সের কাউন্সিল হলে সাংবাদিকদের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হবে, যেখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। আজ যমুনা অভিমুখে আমাদের যাত্রায় পুলিশের নেক্কারজনক হামলার নিন্দা জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “আমাদের ৫০-এর বেশি প্রকৌশলী শিক্ষার্থী আহত হয়েছে। অনেকেই হাসপাতালে ভর্তি হয়েছে। আমরা স্পষ্টভাবে উপদেষ্টাদের কাছে এই বিষয়টি তুলে ধরেছি। আমাদের ৩ দফা দাবির কোনোটিই এখন পর্যন্ত পূরণ হয়নি।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রকৌশলী অধিকার আন্দোলনের আহ্বায়ক মোহাম্মদ মেহেদী হাসান বলেন, “একজন স্টুডেন্ট হিসেবে আমি আমার প্রিয় হাসনাত ভাই (হাসনাত আব্দুল্লাহ) ও সার্জিস ভাইয়ের (সার্জিস আলম) ওপর ক্ষুব্ধ। আজ দুপুরে হাসনাত ভাই একটি পোস্ট শেয়ার করেছেন, যা দেখে আমি হতবাক। সম্ভবত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের উপস্থিতি সম্পর্কে অবগত নন।”
তিনি আরও বলেন, “আজকের হামলার সময় আমার জুনিয়র দুই ছাত্রের পায়ে গ্রেনেডের স্প্রিন্টার ঢুকে তারা হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ শিক্ষার্থী আহত হয়েছে। এরপর জুবায়ের আহমেদ নতুন কর্মসূচি ঘোষণা করেন।”
মোহাম্মদ মেহেদী হাসান বলেন, “দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। বৃহস্পতিবার সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। কোনো ক্লাস বা পরীক্ষা হবে না।”
প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৩ দাবি হচ্ছে: ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া; ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া।