ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্রত্ব অধিকার, পুরস্কার নয়: জাতিসংঘ

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুলাই ২৯, ২০২৫

ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্রত্ব একটি অধিকার, পুরস্কার নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস। স্থানীয় সময় সোমবার ফিলিস্তিনি ইস্যুর শান্তিপূর্ণ নিষ্পত্তির জন্য জাতিসংঘের উচ্চ-স্তরের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

জাতিসংঘের মহাসচিব বলেন, “ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্রত্ব একটি অধিকার, পুরস্কার নয়। রাষ্ট্রত্ব অস্বীকার করা সর্বত্র চরমপন্থিদের জন্য একটি উপহার হবে। সময় ফুরিয়ে আসছে। প্রতিদিন আস্থা কমছে। প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়ছে। এবং আশা ভেঙে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “জীবন রক্ষাকারী মানবিক সাহায্যের ওপর বিধি-নিষেধ কমানোর সাম্প্রতিক পদক্ষেপগুলোকে আমি স্বাগত জানাই। কিন্তু এই দুঃস্বপ্নের অবসান ঘটানোর জন্য এটি সমাধান থেকে অনেক দূরে। আমাদের প্রয়োজন তাৎক্ষণিক ও স্থায়ী যুদ্ধবিরতি।”

অ্যান্তেনিও গুতেরেস বলেন, “সকল জিম্মির তাৎক্ষণিক ও নিঃশর্ত মুক্তি। পূর্ণ ও নিরবচ্ছিন্ন মানবিক প্রবেশাধিকার। এগুলো শান্তির পূর্বশর্ত নয়। এগুলোই এর ভিত্তি। দ্বি-রাষ্ট্রীয় সমাধানের দিকে জরুরি, সুনির্দিষ্ট ও অপরিবর্তনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আমি আহ্বান জানাচ্ছি।” সূত্র: আনাদোলু