
ফ্রি থিংকিং- ১: আর্ট এবং আর্টিস্ট কথন
পর্ব ১
রিফাহ সানজিদাপ্রকাশিত : মার্চ ৩১, ২০১৮
আর্টিস্ট আসলে ইংরেজি শব্দ। আর্টও তাই। বাংলায় বললে শিল্প আর শিল্পীসত্ত্বা। ইন্ডি কালচার নিয়ে যেমন ভ্রান্ত ধারণা আছে, আর্ট নিয়েও আছে। শিল্পের বোধ সবার এক রকম হবে না। নিজস্ব ধারণা ও দৃষ্টিভঙ্গি থেকেই একজন যেভাবে শিল্পের সারমর্ম উদ্ধার করবে, অন্যজন করবে ঠিক অন্যভাবে। ইন্ডি কালচার ইন্ডিপেন্ডেন্ট একটা কালচারের সংক্ষিপ্ত রূপ। এখন এই যে কালচারটা, এটা কিন্তু সকল স্বাধীন-নিজস্ব ভিতে দাঁড়িয়ে থাকা নতুন যে কোনো কালচারকে বোঝায়। তেমনি, আর্টের কথায় এলে, অনুবাদ যেমন আমার কাছে একটা আর্ট, তেমন করে রবীন্দ্র সঙ্গীতে যন্ত্রের ব্যবহারও একটা আর্ট।
শিল্প তাই, যা মনোমুগ্ধকর। যা ভাবতে শেখায়। যা মস্তিষ্কে আলোড়ন তোলে। যা কিছু এমন, তা সত্যি একটা আর্ট। শিল্পের মানদণ্ড তৈরি আসলে অসম্ভব। ভয়ংকর কাল-বৈশাখীর আগে রাতের আকাশ ফুঁড়ে যে তীব্র বিদ্যুতের রেখা, তা কি সুন্দর নয়? তবে তা বিপদের আভাস দেয়, কিন্তু মানব-হৃদয়ে এমন অপার্থিব সৌন্দর্যের কদর আছে, সেটা অনস্বীকার্য। শিল্প ভয়ংকর সুন্দর হতে পারে, দান্তের ডিভাইন কমেডি যেমন। তেমনি আবার শিল্প একেবারে সাধারণও হতে পারে। ক্লিশে হতে পারে। ভয়ংকর দুঃখজনকভাবে সুন্দর হতে পারে।
গ্লুমি সানডে গানটি একসময় প্রচুর লোকের আত্মহত্যার কারণ হয়েছিল। কিন্তু শুনে দেখুন, কী গভীর তার অন্তরাগুলো! একরাশ কালো দুঃখ কণ্ঠে জড়িয়ে গানটি বিলি হলিডে যেমন করে গেয়েছেন, তাতে কি মরে যেতে ইচ্ছে হয় আর? বরং দুঃখের সাথে নতুনভাবে পরিচয় ঘটে। ভোগ-জীবন-মৃত্যুর ঊর্ধ্বে উঠে যা জয় করে নেয় হৃদয়, তাই তো শিল্প। দুঃখকে কেন আলাদা করে রাখবেন? দুঃখের মধ্যে ভেসে বেড়াতে চাওয়াও এক ধরণের জীবন-দর্শন, এক ধরণের শিল্প। পতিতার কোমর বাঁকিয়ে দাঁড়ানোয় শিল্প আছে। দোকানদারের পান মুখে অস্পষ্ট কথা বলায় আরেকটা শিল্প আছে। শিল্পকে কেন নামিদামি দুয়েকটা চিত্রকর্ম-গান-নৃত্য আর কবিতা-গল্পে আবদ্ধ রাখতে হবে? আর্ট হচ্ছে একটা রিদম বা গতি। যা স্থান-কাল-পাত্রের ঊর্ধ্বে। বাউল গান যেমন আমার কাছে শিল্প, তেমনি আফ্রিকার একটা ফোকসংও সেরকমই শিল্প। হিন্দি-বাংলা-উর্দু-ফার্সি থেকে বিভক্ত হতে হতে নিজেদের ভাষাটাও আমরা কব্জা করছি না বা চাইছি না। সেখানে অন্য যে কোনো ভাষার শিল্প নাক সিঁটিয়ে দেখার লোকের অভাব নেই। আর্ট যেন ইংরেজদের জন্যই বরাদ্দ! পৃথিবীর সকল আর্ট ওতেই আছে যেন! আপনি যদি আর্টিস্ট হন, আপনার আবার আলাদা করে জাত-ধর্ম-দেশ থাকে কি করে? আপনি যদি আর্টের সমঝদার হন, তবে আপনি নির্দিষ্ট একটা গণ্ডিতে আটকে সেটাকে ধ্যান-জ্ঞান করে শিল্পের রাজা বানাবেন কেন? এই পৃথিবী এত বৈচিত্র্যের যে, সেখানে আপনি কেন ভাবেন শুধু নিজেদের শিল্পই গ্রহণযোগ্য? হলিউডের সিনেমা জাতের হলে ইতালি-ফরাসি-স্প্যানিশ-কোরিয়ানও জাতের। দুর্দান্ত আর্টে ভরা।
যে শিল্পের আস্বাদ চায়, সে সত্যিকার অর্থে কোনও নির্দিষ্ট স্বাদ রাখে না। সে আর্টের দুনিয়ায় সর্বভূক। একটা নির্দিষ্ট গণ্ডি ভালো লাগতেই পারে, সে তো অন্য ব্যাপার। ড্যান ব্রাউন যখন দান্তের রচনায় ভর দিয়ে আরেকটা নতুন রহস্যের গল্প ফাঁদেন, সেইটাও আর্ট। একটা আর্টিস্ট যখন কোনও বিখ্যাত কাজের কন্টেম্পরি-আর্ট সৃষ্টি করেন, সেটা নিঃসন্দেহে অন্য ধরণের আর্ট। আর একজন আর্টিস্টকে নিরাকার হতে হবে। তিনি নিজের আকার দ্যান নিজের কাজেই। তবে ইচ্ছেমতো আকার ধারণ করার সুযোগ-স্বাধীনতা তিনি পান কীনা, সেটাও বিবেচ্য।
চলবে...