বিশ্বজুড়ে প্রতি ১০ মিনিটে একজন নারী খুন: জাতিসংঘ

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : নভেম্বর ২৫, ২০২৫

২০২৪ সালে বিশ্বজুড়ে ৫০ হাজারের বেশি নারী ও কিশোরী নিজের ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে খুন হয়েছে। গড়ে প্রতি ১০ মিনিটে একজন বা দিনে ১৩৭ জন।

 

আজ মঙ্গলবার নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ আন্তর্জাতিক দিবস-২০২৫ উপলক্ষে জাতিসংঘের অপরাধ ও মাদক সংস্থা (ইউএনওডিসি) এবং ইউএন উইমেনের যৌথ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

 

প্রতিবেদনে বলা হয়, বিশ্বজুড় গত বছর ৮৩ হাজার নারী ও কিশোরীকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয়েছে। এর মধ্যে ৬০ শতাংশ হত্যাই ঘটেছে স্বামী, প্রেমিক, সাবেক সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে।

 

বিপরীতে, পুরুষ হত্যার ক্ষেত্রে মাত্র ১১ শতাংশ নিহত হয়েছে নিজেদের পরিবার বা ঘনিষ্ঠ ব্যক্তির হাতে।

 

জাতিসংঘের সংস্থাগুলো সতর্ক করে বলেছে, এ ধরনের নারীনিধন প্রতিরোধযোগ্য। কিন্তু অনেক দেশে সুরক্ষা ব্যবস্থার দুর্বলতা, পুলিশের অনুপযুক্ত প্রতিক্রিয়া এবং সামাজিক সহায়তার ঘাটতি নারীদের জীবনকে আরও ঝুঁকির মধ্যে ফেলছে।

 

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, প্রকৃত সংখ্যাটি আরও বেশি হতে পারে। কারণ অনেক দেশে তথ্য সংগ্রহ দুর্বল, সহিংসতার শিকাররা ভয় পেয়ে অভিযোগ করতে চায় না। আর পুরনো আইনি সংজ্ঞার কারণে অনেক হত্যাকাণ্ডকেই ফেমিসাইড হিসেবে শ্রেণিবদ্ধ করা যায় না। সূত্র: আল জাজিরা