বেইজিংয়ে বন্যায় বৃদ্ধাশ্রমের ৩১ জনের মৃত্যু

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : আগস্ট ০১, ২০২৫

চীনের বেইজিংয়ের মিয়ুন জেলায় অবস্থিত একটি বৃদ্ধাশ্রমেই ৩১ জন মারা গেছে। মৃতদের বেশির ভাগই চলাফেরায় অক্ষম ছিলেন। বৃদ্ধাশ্রমে পানির উচ্চতা বুকসমান হয়ে যাওয়ার পর উদ্ধারকারী দল সেখানে পৌঁছায়।

ভিডিও ফুটেজে দেখা যায়, জরুরি সেবা কর্মীরা পানিতে হেঁটে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করছে। স্থানীয় প্রশাসন জানায়, জরুরি পরিকল্পনায় ঘাটতি ছিল। এই ঘটনা তাদের জন্য বেদনাদায়ক শিক্ষা ও সতর্কবার্তা।

বন্যার সময় বৃদ্ধাশ্রমে প্রায় ৭৭ বাসিন্দা ছিল। পানির উচ্চতা প্রায় ২ মিটার বা ৬ ফুট হয়ে যাওয়ায় এদের মধ্যে প্রায় ৪০ জন সেখানে আটকে পড়ে।

তাইশিটুন শহরে অবস্থিত এই নার্সিংহোমে মূলত শারীরিকভাবে গুরুতর অক্ষম, নিম্নআয়ের এবং সামাজিক সহায়তা পাওয়া প্রবীণদের দেখাশোনা করা হয়।

এক কর্মকর্তা বলেন, “বহুদিন ধরেই শহরের এই অংশটি নিরাপদ বলে ধরে নেওয়া হয়েছিল। তাই এটি সরিয়ে নেওয়ার বিষয়ে আমাদের কোনো পরিকল্পনা ছিল না। এই ঘটনা প্রমাণ করে, আমাদের জরুরি পরিকল্পনায় ফাঁক ছিল।:

তিনি আরও বলেন, “আমরা চরম আবহাওয়ার ঝুঁকি সম্পর্কে যথেষ্ট সচেতন ছিলাম না। এই বেদনাদায়ক অভিজ্ঞতা আমাদের জন্য সতর্কবার্তা হয়ে এসেছে।” সূত্র: বিবিসি