ব্যালট ছাপাতে ৯১৫ মেট্রিক টন কাগজ কিনছে ইসি

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : নভেম্বর ১১, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট ছাপাতে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত বিসিআইসির কাগজ উৎপাদনকারী রাষ্ট্রায়ত্ব কাগজ তৈরি প্রতিষ্ঠান চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএম) থেকে ৯১৫ মেট্রিক টন কাগজ কিনছে নির্বাচন কমিশন। এর বাজার মূল্য প্রায় ১১ কোটি টাকা।

 

এরই মধ্যে ১৭৮ মেট্রিক টন কাগজ সরবরাহ হয়েছে। বাকি ৭৩৭ মেট্রিক টন কাগজ ধাপে ধাপে উৎপাদন করে ২০২৬ সালের জানুয়ারির মধ্যে সরবরাহ করা হবে।

 

বিষয়টি নিশ্চিত করে কেপিএম এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শহীদ উল্লাহ বলেন, “চলতি ২০২৫-২০২৬ অর্থ বছরে নির্বাচন কমিশন থেকে রঙিন (সবুজ, গোলাপী, এজুরলেইড) ও বাদামি সালফেট কাগজ মিলে মোট ৯১৫ মেট্রিক টন কাগজের অর্ডার পাওয়া গেছে। যথাসময়ের মধ্যে অর্ডারকৃত কাগজ সরবরাহ করা হবে।

 

সরকারি নির্বাচন কমিশন ছাড়াও বাংলাদেশ স্টেশনারি অফিস (বিএসও), বিভিন্ন বোর্ড ও বিশ্ববিদ্যালয়, কিছু বেসরকারি প্রতিষ্ঠান থেকে এরই মধ্যে প্রায় ২ হাজার ৮৯৪ মেট্রিক টন কাগজের সরবরাহ আদেশ পাওয়া গেছে। যার বাজার মূল্য প্রায় ৩৭.৩৩ কোটি টাকা।

 

কেপিএম’র ব্যবস্থাপনা পরিচালক দপ্তর সূত্রে জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থ বছরে কেপিএমের কাগজ উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারিত হয় ৩ হাজার ৫০০ মেট্রিক টন। এ কাগজের মূল্যমান প্রায় ৪০ থেকে ৪৫ কোটি টাকা। চলতি বছরের ৯ অক্টোবর পর্যন্ত ১০৯৩ মেট্রিক টন কাগজ উৎপাদিত হয়েছে। বর্তমানে কারখানার উৎপাদন চলমান রয়েছে।

 

উল্লেখ্য, ১৯৫৩ সালে ৬৮ একর জায়গার ওপর কারখানা এবং ৪৩১ একর আবাসিক জায়গা নিয়ে উপমহাদেশের বৃহত্তম কাগজ কল হিসেবে দেশে প্রথম যাত্রা শুরু করে কর্ণফুলী পেপার মিল। ৭০ বছরের পুরানো এই প্রতিষ্ঠানটি বয়সের ভারে নুয়ে পড়েছে। তবে অব্যাহত রয়েছে প্রতিষ্ঠানটির কাগজ উৎপাদন।

 

আগামীতে সরকারের সহযোগিতা পেলে এবং প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন করা সম্ভব হলে আবারও পুরনো জৌলুস ফিরে পাবে কর্ণফুলী পেপার মিলস এমনটা প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।