বড়দিনে ইজরায়েলি হামলায় লেবাননে নিহত ৩
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : ডিসেম্বর ২৬, ২০২৫
লেবাননের সিরিয়া সীমান্ত ও দক্ষিণাঞ্চলে বড়দিনে ইজরায়েলি বাহিনীর পৃথক বিমান হামলায় ৩ জন নিহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার উত্তর-পূর্ব লেবাননের হারমেল জেলার হাউশ আল সাইয়্যেদ আলি এলাকায় একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালালে দুজন নিহত হয়।
এলাকাটি সিরিয়া সীমান্তের অত্যন্ত কাছাকাছি অবস্থিত হওয়ায় একে কৌশলগত লক্ষ্যবস্তু হিসেবে দাবি করেছে ইজরায়েল। এছাড়া দক্ষিণ লেবাননের মাজদাল সেলম এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে একজন নিহত হয়।
২০২৪ সালের নভেম্বর মাসে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও লেবাননের আকাশ ও স্থলপথে ইজরায়েলি সামরিক কার্যক্রম অব্যাহত রয়েছে, যা আঞ্চলিক স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে।
ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী বিবৃতিতে দাবি করেছে, তারা ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিশেষ শাখা কুদস ফোর্সের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য হুসেইন মাহমুদ মারশাদ আল জাওহারিকে এই হামলায় হত্যা করেছে।
ইজরায়েলের গোয়েন্দা তথ্যানুযায়ী, আল জাওহারি লেবানন ও সিরিয়া থেকে ইজরায়েলের ভূখণ্ডে বড় ধরনের হামলার পরিকল্পনা ও পরিচালনার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। পাশাপাশি মাজদাল সেলমের অভিযানে হিজবুল্লাহর একজন সক্রিয় সদস্যকেও তারা হত্যা করেছে।
যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, উভয় পক্ষের শান্ত থাকার কথা থাকলও ইজরায়েল বর্তমানে কৌশলগত দোহাই দিয়ে লেবাননের গুরুত্বপূর্ণ ৫টি এলাকায় তাদের সেনা মোতায়েন করে রেখেছে।
লেবানন সরকার আন্তর্জাতিক চাপ ও পূর্ণাঙ্গ যুদ্ধ এড়াতে দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহকে নিরস্ত্র করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, ইজরায়েল সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার ভেতরে লিতানি নদীর দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ কার্যক্রম বছরের শেষ নাগাদ সম্পন্ন করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
তবে এই প্রক্রিয়ার মধ্যেই ইজরায়েল পাল্টা অভিযোগ তুলেছে, হিজবুল্লাহ গোপনে পুনরায় ভারী অস্ত্র সংগ্রহ করছে এবং সীমান্ত এলাকায় তাদের তৎপরতা বাড়িয়েছে। অন্যদিকে হিজবুল্লাহর পক্ষ থেকে এখনই তাদের সকল অস্ত্র জমা দেওয়ার আহ্বান সরাসরি প্রত্যাখ্যান করা হয়েছে, যা দেশটিতে দীর্ঘমেয়াদী সংঘাতের আশঙ্কা জাগিয়ে রাখছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, নভেম্বর মাসের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইজরায়েলি হামলায় দেশটিতে ৩৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। চুক্তির শর্ত ভঙ্গের এই ধারাবাহিকতায় লেবাননের সাধারণ নাগরিকদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। সূত্র: এএফপি
























