
‘ভারতে বসে বাংলাদেশ নিয়ে কথা বলতে পারবেন না হাসিনা’
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : অক্টোবর ০৯, ২০২৫
ভারতে বসে বাংলাদেশ নিয়ে শেখ হাসিনা কথা বলতে পারবেন না বলে দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ শ্রী রাধা দত্তের বরাত দিয়ে সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ জানিয়েছেন। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে তিনি এ তথ্য জানান।
মোস্তফা ফিরোজ বলেন, “ভারতে শেখ হাসিনার জামাই আদর সম্ভবত বন্ধ হয়ে যাচ্ছে। তাকে বলা হয়েছে, বাংলাদেশ নিয়ে ভারতের মাটি থেকে কোনো কথা না বলতে। তিনি যদি বলতে থাকেন তাহলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আর কখনোই ভালো হবে না।”
তিনি আরও বলেন, “ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে, আগামী নির্বাচন থেকে যারা পরবর্তী সরকারে আসবে তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবে। ভারত নিশ্চিতভাবেই জানে, আগামী সরকার হবে বিএনপি অথবা জামায়াত সরকার। দুই সরকারের যারাই নির্বাচিত হোক না কেন, তাদের সঙ্গে সুসম্পর্ক রাখবে ভারত।”
মোস্তফা ফিরোজ বলেন, “বাংলাদেশ সম্পর্কে ভারতে থেকে দিল্লিতে বসে কোনো কথা বলা যাবে না। যদি তিনি (শেখ হাসিনা) কথা বলতে থাকেন তাহলে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আর উন্নত হবে না, স্বাভাবিক থাকবে না।”
বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতেই মূলত হাসিনাকে বাংলাদেশ নিয়ে উস্কানিমূলক কথা বলতে দেবে না ভারত। তবে নেতাকর্মীদের সঙ্গে অবশ্য তিনি কথা বলতে পারবেন।