
গাজা চুক্তির আওতায় মুক্তি পাবে ১৯৫০ ফিলিস্তিনি বন্দি
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : অক্টোবর ০৯, ২০২৫
গাজা চুক্তির আওতায় প্রায় ১ হাজার ৯৫০ ফিলিস্তিনি বন্দি মুক্তি পাবে। এর মধ্যে ২৫০ জন যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছে।
এছাড়া প্রায় ২০ ইজরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে। এরপর মৃত জিম্মিদের দেহাবশেষ পর্যায়ক্রমে হস্তান্তর করা হবে।
এই চুক্তির অন্যান্য অংশগুলোর মধ্যে বিশেষ করে হামাসের নিরস্ত্রীকরণ কীভাবে ঘটবে এবং কখন ঘটবে, সে সম্পর্কে এখনও অস্পষ্টতা রয়ে গেছে।
গাজার একটি নির্দিষ্ট এলাকায় থেকে সেনা প্রত্যাহ্যারের বিষয়ে সম্মত হয়েছে ইজরায়েল। কিন্তু হামাসের দাবি, ইজরায়েলকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করতে হবে এবং গাজায় যুদ্ধ বন্ধের নিশ্চয়তা দিতে হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজের শন হ্যানিটির সঙ্গে আলাপকালে বলেন, “শান্তি চুক্তির প্রথম পর্যায়ের পর আপনারা দেখতে পাবেন, লোকজন একসঙ্গে কাজ করছে এবং গাজা পুনর্নির্মাণ করা হবে।”
তিনি আরও বলেন, “এটি একটি ভিন্ন বিশ্ব হতে চলেছে। গাজায় সম্পদ ব্যয় করা হবে। আমরা বিশ্বাস করি, গাজা অনেক নিরাপদ স্থান হতে চলেছে।”
ট্রাম্প বলেন, “এটি এমন একটি স্থান হতে চলেছে যেখানে পুনর্গঠন হবে এবং এই অঞ্চলের অন্যান্য দেশগুলো এটি পুনর্গঠনে সহায়তা করবে। কারণ তাদের প্রচুর পরিমাণে সম্পদ রয়েছে। তারা এটা দেখতে চায়। আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে, মধ্যপ্রাচ্যে শান্তি আসবে।”