
সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরিয়ান লেখক লাসলো ক্রাসনাহোরকাই
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : অক্টোবর ০৯, ২০২৫
২০২৫ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হাঙ্গেরিয়ান কথাসাহিত্যিক ও চিত্রনাট্যকার লাসলো ক্রাসনাহোরকাই। আজ বৃহস্পতিবার সুইডিশ অ্যাকাডেমি তাকে বিজয়ী হিসেবে ঘোষণা করে।
নোবেল কমিটি জানিয়েছে, তার গভীর ও দূরদৃষ্টিসম্পন্ন রচনাবলির জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে। ২০১৫ সালে তিনি ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেন।
লাসলো ক্রাসনাহোরকাই মধ্য ইউরোপীয় মহাকাব্যিক লেখক-ঐতিহ্যের ধারক, যার সূত্রপাত কাফকা থেকে থমাস বার্নহার্ড পর্যন্ত বিস্তৃত।
তার লেখায় অ্যাবসার্ডবাদ ও গ্রোটেস্ক অতিরঞ্জন—এই দুই বৈশিষ্ট্য প্রবলভাবে উপস্থিত। তবে তিনি শুধু পশ্চিমা ঐতিহ্যের লেখক নন; পূর্বের চিন্তাধারা থেকেও তিনি অনুপ্রাণিত।
সেই প্রভাবেই তার লেখায় দেখা যায় এক ধরনের ধীর, ধ্যানমগ্ন ও সূক্ষ্ম সুর, যা তার সাহিত্যকে করে তুলেছে অনন্য।
১৯৫৪ সালের ৫ জানুয়ারি হাঙ্গেরির গিউলায় একটি মধ্যবিত্ত পরিবারে লাসলোর জন্ম। বাবা গিওর্গি ক্রাস্নাহোরকাই ছিলেন আইনজীবী এবং মা, জুলিয়া প্যালিঙ্কাস সামাজিক নিরাপত্তা প্রশাসক।
জটিল ও গভীর ভাবনাপ্রসূত উপন্যাসগুলোর জন্য তিনি পরিচিত। তাঁর লেখাগুলো প্রায়ই উত্তর-আধুনিক পোস্টমডার্ন হিসেবে চিহ্নিত হয়, যেখানে তিনি ডিস্টোপিয়ান ও বিষণ্ণ মানবঅভিজ্ঞতার নানা দিক অনুসন্ধান করেন।
লাসলো ক্রাসনাহোরকাইয়ের উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হচ্ছে: স্যাটানটাঙ্গো (১৯৮৫) ও দ্য মেলানকোলি অফ রেজিস্ট্যান্স (১৯৮৯) উপস্যান। পরিচালক বেলা টা উপন্যাস দুটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে রূপান্তরিত করেন।