মাদারীপুরে ট্রাকে আগুন, পুলিশের গাড়ি ভাঙচুর
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : নভেম্বর ১৩, ২০২৫
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে মাদারীপুরের শিবচরে একটি চিনি বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় হামলাকারীরা পুলিশের গাড়ি ভাঙচুর করে।
হাইওয়ে পুলিশ জানায়, সকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধের চেষ্টা চলাকালে দুর্বৃত্তরা গাছের গুড়ি ফেলে যান চলাচল বন্ধ করে এবং ট্রাকে আগুন দেয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশের টহল অব্যাহত রয়েছে।”
মাদারীপুর পুলিশ সুপার মো. নাঈমুল হাছান বলেন, “মহাসড়কে যান চলাচল স্বাভাবিক, সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চলছে।”
























