আক্রান্ত | সুস্থ | মৃত | |
---|---|---|---|
বাংলাদেশ | |||
বিশ্বব্যাপী |

যমজ পুত্রের মা হলেন অভিনেত্রী সুমাইয়া শিমু
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : নভেম্বর ২০, ২০২৩
যমজ পুত্রসন্তানের মা হলেন অভিনেত্রী সুমাইয়া শিমু। ৮ নভেম্বর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে যমজ সন্তানের জন্ম দেন তিনি। রোববার সন্ধ্যায় ফেসবুক পোস্টে তিনি খুশির খবরটি জানান।
শিমু লেখেন, “ডাক্তার সন্তান হওয়ার সম্ভাব্য তারিখ বলেছিলেন ১৫ নভেম্বর। কিন্তু এক সপ্তাহ আগে সব ঘটে যায়। মা হওয়ার অনুভূতির সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না।”
তিনি আরও লেখেন, “আসলে অন্যরকম অনুভূতি। এখন যত দিন যাচ্ছে, অনুভূতিটা তত বেশি গাঢ় হচ্ছে। দুই সন্তানের নাম এখনও রাখা হয়নি।”
শিমু লেখেন, “তবে আগে থেকেই পছন্দ করে ঠিক করে রেখেছি। চূড়ান্ত করতে পারিনি। তবে শর্টলিস্ট করে রেখেছি। শিগগির এই আনুষ্ঠানিকতা সেরে নেবে।”
বিয়ের আট বছর পর মা হলেন সুমাইয়া শিমু। শিমুর স্বামী নজরুল ইসলাম যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর হিসেবে কর্মরত।