যুক্তরাজ্য-কানাডা সীমান্তে ৭.০ মাত্রার ভূমিকম্প
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : ডিসেম্বর ০৭, ২০২৫
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্য ও কানাডার ইউকন অঞ্চলের সীমান্তবর্তী দুর্গম এলাকায় ৭.০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটি আলাস্কার জুনো শহর থেকে প্রায় ৩৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ইউকনের হোয়াইট হর্স থেকে প্রায় ২৫০ কিলোমিটার পশ্চিমে আঘাত হানে।
ভূমিকম্পটি মাটির প্রায় ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। এরপর কয়েকটি ছোট আকারের আফটারশক অনুভূত হয়।
হোয়াইট হর্স শহরে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সার্জেন্ট ক্যালিস্টা ম্যাকলিওড বলেন, “ভূমিকম্প নিয়ে আমাদের দপ্তরে দুটি ৯১১ কল এসেছে। এটি অবশ্যই অনুভূত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক মানুষই জানিয়েছে, তারা এটি টের পেয়েছে।”
কানাডার ন্যাচারাল রিসোর্সেসের ভূকম্পবিদ অ্যালিসন বার্ড বলেন, “ইউকনের যে অঞ্চলটি সবচেয়ে বেশি কেঁপেছে সেটি পার্বত্য ও জনবসতি কম। বেশির ভাগ মানুষ জানাচ্ছে, তাক বা দেয়াল থেকে জিনিসপত্র পড়ে গেছে। কাঠামোগত ক্ষতির কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।”
বার্ড আরও বলেন, “ভূমিকম্পের উপকেন্দ্রের সবচেয়ে নিকটবর্তী কানাডীয় অঞ্চল হলো হেইন্স জংশন, যা প্রায় ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত।”
ইউকন ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের হিসাব অনুযায়ী, ২০২২ সালে এলাকার জনসংখ্যা ছিল ১,০১৮ জন।
ভূমিকম্পের কেন্দ্র আলাস্কার ইয়াকুটাট শহর থেকেও প্রায় ৯১ কিলোমিটার দূরে ছিল, যেখানে ইউএসজিএসের তথ্য অনুযায়ী ৬৬২ জন বাস করে।
























