‘যুক্তরাষ্ট্র-ইজরায়েল ২০ বছরে ৩০ লাখ মুসলিম হত্যা করেছে’
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : নভেম্বর ০৫, ২০২৫
যুক্তরাষ্ট্র, ইজরায়েল ও তার মিত্ররা ২০ বছরে মুসলিম দেশগুলোতে প্রায় ৩০ লাখ নিরপরাধ মানুষকে হত্যা করেছে বলে জানিয়েছন ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আবদুল-মালিক বদরুদ্দিন আল-হুথি।
মঙ্গলবার ইয়েমেনে শহিদ স্মরণ সপ্তাহ উপলক্ষে আয়োজিত বার্ষিক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। ইয়েমেনে এই শহিদ স্মরণ-অনুষ্ঠান ১ সপ্তাহ ধরে নানা কর্মসূচির মধ্য দিয়ে চলবে।
আল-হুথি বলেন, “যে জাতি আল্লাহর পথে জিহাদের চেতনা ও শাহাদাতের আকাঙ্ক্ষা নিয়ে অগ্রসর হয়, সেই জাতি গর্বিত এবং বিপদ প্রতিহত করতে সক্ষম। আর শাহাদাত ধ্বংস ও অপমান থেকে রক্ষা করার এক শক্তিশালী প্রাচীর।”
তিনি আরও বলেন, “ইসলামি উম্মাহর ইতিহাসে প্রাচীন যুগ থেকে উপনিবেশিক আমল এবং বর্তমান সময় পর্যন্ত বড় বড় বিপর্যয় ঘটেছে। আমেরিকানরা নিজেরাই স্বীকার করেছে, দুই দশকে তারা প্রায় ৩০ লক্ষ মানুষকে হত্যা করেছে, যাদের অধিকাংশই ইসলামি উম্মাহর অংশ। তারা এ হত্যাকাণ্ড চালিয়েছে এমন এক সময়ে যখন মুসলিম জনগণ ছিল দুর্বল অবস্থানে।”
আল-হুথি বলেন, “শত্রুরা মানুষকে ক্ষুধার্ত রেখে ও অস্ত্রের মুখে জিম্মি করে আত্মসমর্পণ করানোর চেষ্টা করেছে, কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইজরায়েল মুসলিম জাতিগুলোকে দাসে পরিণত করার লক্ষ্যে মানসিকভাবে বিভ্রান্ত করার সর্বোচ্চ চেষ্টা করেছে। তারা অন্য দেশ দখল করেছে কেবল নিজেদের স্বার্থে সেসব জনগণকে ব্যবহার করার জন্য।”
তিনি আরও বলেন, “এই অত্যাচারী শক্তিগুলোর মধ্যে কোনো দয়া-মায়া নেই। নিজেদের লক্ষ্য অর্জনের জন্য তারা যেকোনো অপরাধ করতে দ্বিধা করে না।” সূত্র: মেহের নিউজ























