রায় ঘোষণাই যথেষ্ট নয়, রায় কার্যকর করতে হবে: আবু সাঈদের বাবা

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : নভেম্বর ১৭, ২০২৫

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছে জুলাই গণ-অভ্যুত্থানে প্রথম শহিদ আবু সাঈদের পরিবার।

 

আজ সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণার পর আবু সাঈদের পরিবার এ প্রতিক্রিয়া জানিয়েছে।

 

আবু সাঈদের বড় ভাই রমজান আলী বলেন, “আমরা এ রায়ে খুশি হয়েছি। তবে রায় দ্রুত কার্যকর করা হোক, এটাই আমাদের প্রত্যাশা।”

 

আবু সাঈদের বাবা মকবুল হোসেন বলেন, “শুধু রায় ঘোষণাই যথেষ্ট নয়। দণ্ডপ্রাপ্তদের দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকর করতে হবে।”

 

মা মনোয়ারা বেগম বলেন, “ছেলেকে হারানোর শূন্যতা কখনো পূরণ হবে না। আর কোনো মায়ের বুক যেন এভাবে খালি না হয়, সেজন্য দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”