লেবু আকৃতির গ্রহের সন্ধান
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : ডিসেম্বর ২৬, ২০২৫
বিজ্ঞানীরা এমন এক গ্রহের সন্ধান পেয়েছেন, যার আকার প্রচলিত সব ধারণা পাল্টে দিয়েছে। বৃহস্পতি গ্রহের সমান গ্রহটি গোল নয়, দেখতে অনেকটা লেবুর মতো।
নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে ধরা পড়া অদ্ভুত গ্রহটির বিষয়ে যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের গবেষক মাইকেল ঝাং বলেন, “সেখানে এমন এক ধরনের বায়ুমণ্ডল আছে, যা আগে দেখা যায়নি।”
তিনি আরও বলেন, “কার্বন সাধারণত অক্সিজেন বা নাইট্রোজেনের সঙ্গে মিশে থাকে। কিন্তু সেখানে কার্বন একদম বিশুদ্ধ আকারে রয়েছে, যা প্রায় অসম্ভব।” সূত্র: ডেইলি মেইল
























