ফজল শাহাবুদ্দীন
শাকিল রিয়াজের কবিতা ‘ফজল শাহাবুদ্দীন’
প্রকাশিত : ফেব্রুয়ারি ০৪, ২০২৫
শুভ্রপ্রতিম আপনি হঠাৎ মহাজগতের দূত
তারায় তারায় খুঁজেছেন কত সীমাহীন অদ্ভুত
নীল জলাভূমি সবুজ বাতাস অন্তরীক্ষ আলো
নারীর গভীরে রমণীয় ঘোরে ক্রমাগত জন্মালো
প্রকৃতি ও নারী এবং আত্মা এবং অলীক বোধ
কীভাবে মেলান এত বিপরীত, বৃষ্টি এবং রোদ?
ছায়ারাই শুধু ক্রমাগত হয় আপনার কবিতায়
পাতারাই শুধু আপনার চোখে নিঃসীম ঝরে যায়
এই যে প্রপাত এই ধারাক্রম আজ আপনাকে খোঁজে
নক্ষত্রেরা আপনাকে পেয়ে আনন্দে চোখ বোজে
আপনি প্রথম জাগিয়ে দিলেন ভেতরের সুরটিকে
জানালেন নদী ও নারীর মাঝে ষড়ঋতুটাই থাকে
কবিতা সঘন মন্ত্রের মতো, পরমহংস কবি
অবচেতনেই বাজাতে থাকেন ঋষিতোষ ভৈরবী।























