শামীম রেজা

শামীম রেজা

শামীম রেজার কবিতা ‘শামীমীয় পদাবলি’

প্রকাশিত : আগস্ট ২৯, ২০২০

এক.
শুধু মারি ও মড়কের কথা বলো নাকো আর
জেনে গেছি প্রেমেতে বাঁচার, অদ্ভুত সাঁতার।

দুই.
করনাক্রান্তি রাতে শঙ্কা নেই ডাহুকের, শঙ্কা নেই বউ কথা কও
চোখের মনিতে ধৃতরাষ্ট্রের জ্যোতি, কিন্তু তুমি অন্ধ নও।

তিন.
পদ্মবিলে যাইনি কখনো, যাওয়া হবে না বুঝি আর
শোকের মূর্চ্ছনা বাজে, মারিকালে, নীরবে বাজে সেতার।

চার.
ডিপ্রেশনে যেও না কো, খুঁজে খুঁজে বিচ্ছেদের মানে
চোখ মুছে দেখো, সন্ধ্যামালতি ভিজছে গোপনে।

পাঁচ.
কান্না চোখে তুমি ফিরে গেলে যেন ঢেউ তোলা বিষখালী নদী
তুমি তো জানো এপার ভাঙে আমি বলি ওপার না জাগে যদি।