শিবালয়ে স্কুলবাসে আগুন, দগ্ধ চালকের অবস্থা আশঙ্কাজনক

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : নভেম্বর ১৪, ২০২৫

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা–আরিচা মহাসড়কের ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বহনকারী একটি বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। ঘুমন্ত বাসচালক তাবেজ খান (৪৫) এসময় দগ্ধ হন। তার অবস্থা আশঙ্কাজনক।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সেদিনও স্কুলবাসটি ফলসাটিয়া এলাকায় পার্কিং করে রেখে ভেতরেই ঘুমিয়ে পড়েন মানিকগঞ্জ সদর উপজেলার বাড়ইভিকরা গ্রামের আবুল হোসেনের ছেলে চালক তাবেজ। হঠাৎ রাতের গভীর নীরবতা চিরে বাসের ভেতর থেকে ধোঁয়া আর আগুনের শিখা বের হতে দেখা যায়।

 

কোনো কিছু বুঝে ওঠার আগেই আগুন পুরো বাসজুড়ে ছড়িয়ে পড়ে। বাসের ভেতর প্রাণ বাঁচানোর আকুতি জানাতে থাকেন তাবেজ খান। খবর পেয়ে শিবালয় থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে গুরুতর দগ্ধ অবস্থায় মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

 

পরে তার শারীরিক অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন।

 

আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে কাজ করে। আগুনে স্কুলবাসটি সম্পূর্ণ পুড়ে অচল হয়ে যায়।

 

শিবালয় থানা সেকেন্ড অফিসার (এসআই) সুমন চক্রবর্তী বলেন, “গভীর রাতে দুর্বৃত্তরা স্কুলবাসে আগুন দিয়েছে, এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দগ্ধ চালককে উদ্ধার করি। কারা, কী উদ্দেশ্যে এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”

 

উল্লেখ, রোববার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পাটুরিয়া লিংক রোডের পাশে সারমানো ফিলিং স্টেশনের মাঠে পার্কিং অবস্থায় থাকা মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে হঠাৎ আগুন দেওয়া হয়।

 

মানিকগঞ্জ-৩ আসনের বিএনপি দলীয় প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতার মালিকানাধীন মুন্নু গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের বহনের গাড়ি ছিল এটি।