শেখ ফজিলাতুন্নেসা কলেজের সামনে বাসে আগুন

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : নভেম্বর ১৬, ২০২৫

রাজধানীর হাজারীবাগ থানাধীন বেড়িবাঁধ রোডে শেখ ফজিলাতুন্নেসা কলেজের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে শনিবার দিবাগত রাত ১২টার দিকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

 

হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, “রাত ১২টার দিকে কলেজের সামনে দাঁড়িয়ে থাকা বাসটিতে হঠাৎই আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাসে। বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।”

 

ওসি সাইফুল ইসলাম আরও বলেন, “ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।”