প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সাঈফ ইবনে রফিকের কবিতা ‘বেথলেহেমের সন্তান’

প্রকাশিত : ডিসেম্বর ২৫, ২০২০

বেথলেহেমের সন্তানকে
তোমরা বলছো পিতৃহীন?
অথচ মা মেরি জানতেন—
অপার্থিব কোনো শক্তি
জৈবরূপে বেড়ে উঠছে তার পেটে!
যিনি মৃত্যুকে জয় করেছেন
মৃতকে জীবিত করেছেন
এবং জেনেশুনে বিষ পানে
এই ব্রহ্মাণ্ডের প্রতিটি জীবের
কল্যাণ চেয়েছেন।

হে যিশু,
তোমার শরীরে
স্রষ্টার বায়োলজিকাল রূপ হাতড়ে বেড়াচ্ছে
যে অন্ধ অনুসারীরা—
তাদের বলে দাও,
ক্রুশের এই মূর্তি হয়ে ওঠার
বিপক্ষেই ছিলে তুমি।
পৌত্তলিকতার বিরুদ্ধে আল্লাহর পুতুল!
সুন্নতি দাড়িমুখে সান্তাক্লজের হাসিতে
যে বিভ্রম, অথবা মিশনারি মোহে
মানবসেবার আফিম,
রাজনীতিখেকো গির্জার ঘণ্টাধ্বনি
সানডে টুরিস্টে ভিড় উপচানো ভ্যাটিক্যান—
তাদের অন্তর সিলগালা করে দিয়েছে।

আর আমার মতো যারা
মাদার তেরেসার পিতা—
তারা জানে,
আত্মাও ঈশ্বরের মতো নিরাকার;
চতুর্থ আকাশের যিশু
আমার মতোই সৌভাগ্যবান উম্মত
সেই প্রিয় নবির;
যিনি না জন্মালে এই পৃথিবীরই জন্ম হতো না।