শক্তি চট্টোপাধ্যায়

শক্তি চট্টোপাধ্যায়

সাজ্জাদ বিপ্লবের কবিতা ‘এলিজি: শক্তি চট্টোপাধ্যায় স্মরণে’

প্রকাশিত : নভেম্বর ২৫, ২০২৫

যেতে তো পারোই
কিন্তু, কেন গেলে?
এইসব আকাটা-মূর্খদের ফেলে
এলেবেলে!

 

এখন তো মূর্খ আর অসভ্যদের কাল
যতসব বালছাল—
এখন কবি।
আঁকেন ছবি—
কৃত্রিম
মানুষ আর প্রকৃতির, অকৃত্রিম
সুন্দর, সতেজ আর তরতাজা যে বা যারা
তারা
পদপিষ্ট
যন্ত্রণাক্লিষ্ট।

 

এইসব নিয়েই আমরা বেঁচে আছি
খুন করে যাও হে, আবার, সোনার মৌমাছি।