সাভারে ডায়াগনস্টিক সেন্টারের ৫ তলা ভবনে আগুন
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : নভেম্বর ২৮, ২০২৫
ঢাকার সাভারে রহমান ডায়াগনস্টিক সেন্টারের ৫ তলা ভবনে আগুন লেগেছে। আগুনে ক্লিনিকের ব্যাপক ক্ষতি হলেও তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকায় ওই হাসপাতাল ভবনের আন্ডারগ্রাউন্ডের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত দেড়টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণ করে ডাম্পিংয়ের কাজ করে।
হেমায়েতপুর ট্যানারী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার তানভীর আহমেদ বলেন, “রাত সাড়ে ১১টার দিকে তেঁতুলঝড়া ইউনিয়নে হেমায়েতপুর এলাকায় রহমান ডায়াগনস্টিক সেন্টারের ভবনে আগুনের খবর আসে।”
তিনি আরও বলেন, “পরে হেমায়েতপুর ট্যানারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে৷ হাসপাতালের ৫ তলা ভবনের নিচ তলায় আগুন লাগে। আগুনে ৩টি দোকানসহ পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে গেছে হাসপাতালে আসবাবপত্রসহ মূল্যবান সামগ্রী।”
তানভীর আহমেদ বলেন, “আজ শুক্রবার সকাল পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখনো ডাম্পিংয়ের কাজ চলছে এবং অনেক ধোঁয়া বের হচ্ছে। ডাম্পিংয়ের কাজ শেষে ক্ষয়ক্ষতির পরিমান ও আগুন লাগার কারণ জানা যাবে।
























