সুইজারল্যান্ডের বারে বিস্ফোরণ, বেশ কয়েকজন নিহত

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জানুয়ারি ০১, ২০২৬

সুইজারল্যান্ডের অন্যতম জনপ্রিয় ও বিলাসবহুল স্কি রিসোর্ট শহর ক্রানস-মন্টানার লে কনস্টেলেশন বারে ইংরেজি নববর্ষের উদযাপনের সময় বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছে। ৩১ ডিসেম্বর স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই পুরো এলাকা নিরাপত্তা বাহিনী ঘিরে ফেলেছে। সেখানে উদ্ধার তৎপরতা চালানোর জন্য নো-ফ্লাই জোন বা বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার অভিযান এখনও চলছে। নিহতের সঠিক সংখ্যা নির্ধারণে কাজ চলছে।

সুইজারল্যান্ডের ভালাইস অঞ্চলের এই রিসোর্টটি ব্রিটিশ পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। নববর্ষ উপলক্ষে বারটিতে ১০০ জনেরও বেশি মানুষ উপস্থিত ছিল। স্থানীয় সংবাদমাধ্যম ‘ব্লিক’-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কনসার্ট চলাকালে আতশবাজি বা পাইরোটেকনিক্স থেকে এই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

তবে পুলিশ আনুষ্ঠানিকভাবে এখনও বিস্ফোরণের কোনো নির্দিষ্ট কারণ নিশ্চিত করেনি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, ভবনের ভেতর থেকে আগুনের লেলিহান শিখা বের হচ্ছে এবং বাইরে অসংখ্য অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি মোতায়েন করা হয়েছে।

ভালাইস ক্যান্টোনাল পুলিশের এক মুখপাত্র জানিয়েছে, পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। আক্রান্ত ব্যক্তিদের পরিবারকে সহায়তার জন্য একটি বিশেষ হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।

বিস্ফোরণের পরপরই দুর্ঘটনাস্থল এবং এর আশপাশের রাস্তাগুলো পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিপুল সংখ্যক পুলিশ ও উদ্ধারকর্মী সেখানে জরুরি সেবায় নিয়োজিত রয়েছে। আল্পস পর্বতমালার হৃদপিণ্ডে অবস্থিত এই ক্রানস-মন্টানা শহরটি জানুয়ারি মাসের শেষে একটি মর্যাদাপূর্ণ ওয়ার্ল্ড কাপ স্পিড স্কিং ইভেন্ট আয়োজন করার কথা ছিল।

এই মর্মান্তিক দুর্ঘটনার ফলে গোটা অঞ্চলে এখন শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, মৃতদের পরিচয় ও জাতীয়তা নিশ্চিত করার প্রক্রিয়া চলছে এবং খুব শীঘ্রই এই বিষয়ে বিস্তারিত প্রেস ব্রিফিং করা হবে। সূত্র: বিবিসি