‘হাদির জনপ্রিয়তার কারণেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে’

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : ডিসেম্বর ২১, ২০২৫

হাদির জনপ্রিয়তার কারণেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ রোববার ফজর নামাজের পর শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন,, “শরীফ ওসমান হাদির জনপ্রিয়তাই সম্ভবত কারও-কারও সহ্য হয়নি। সে কারণেই ষড়যন্ত্র করে হাদিকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে বিপ্লবীদের হত্যা করে তাদের চেতনাকে দমন করা যায় না; বরং তা আরও বিস্তৃত হয়।”

তিনি আরও বলেন, “চব্বিশের জুলাইয়ের আপনজন ছিলেন শরীফ ওসমান হাদি। তিনি আজীবন ইনসাফ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের কথা বলে গেছেন। হাদিরা নিজেদের সংস্কৃতির কথা বলতেন এবং কোটি তরুণের হৃদয়ে দ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছিলেন।”

জামায়াতে আমির বলেন, “সরকার যা করছে তাতে জনগণ এখনও সন্তুষ্ট নয়। হাদির খুনিদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। আশা করছি, ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”