হাসিনার ফাঁসির রায়, জাতিসংঘের বিবৃতি

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : নভেম্বর ১৮, ২০২৫

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

 

এ রায়ের প্রতিক্রিয়া জানিয়ে সোমবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালযয়ে (ওএইচসিএইচআর) মুখপাত্র রাভিনা শামদাসানি বিবৃতি দিয়েছেন।

 

বিবৃতিতে বলা হয়, “গত বছর বিক্ষোভ দমনের সময় সংঘটিত আইন লঙ্ঘনের মতো ঘটনার জন্য ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় প্রদান করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে হাসিনার রায় ভুক্তভোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।”

 

বিবৃতিতে আরও বলা হয়, “২০২৫ সালের ফেব্রুয়ারিতে আমাদের তথ্য-অনুসন্ধান প্রতিবেদন প্রকাশের পর থেকে আমরা অপরাধীদের কমান্ড এবং নেতৃত্বের পদে থাকা ব্যক্তিদেরসহ আন্তর্জাতিক মান অনুসারে জবাবদিহি করার আহ্বান জানিয়ে এসেছি। আমরা ভুক্তভোগীদের কার্যকর প্রতিকার ও ক্ষতিপূরণের সুযোগ দেয়ারও আহ্বান জানিয়েছি।”

 

বিবৃতিতে বলা হয়, “আমরা এই বিচার পরিচালনার বিষয়ে অবগত না থাকলেও আমরা ধারাবাহিকভাবে সমস্ত জবাবদিহিতা, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধের অভিযোগে যথাযথ প্রক্রিয়া এবং ন্যায্য বিচারের আন্তর্জাতিক মান পূরণের পক্ষে সমর্থন জানিয়েছি। এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ, এখানে বিচার দোষীর অনুপস্থিতিতে পরিচালিত হয়েছে এবং মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।”

 

বিবৃতিতে আরও বলা হয়, “আমরা মৃত্যুদণ্ডাদেশের বিষয়টিও দুঃখের সঙ্গে উল্লেখ করছি, আমরা সব পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডের বিরোধিতা করি। রায়ের পর সংশ্লিষ্ট সব পক্ষকে সংযত আচরণ করার আহ্বান জানানো হচ্ছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক আশা প্রকাশ করেছেন, বাংলাদেশ সত্য উদ্ঘাটন, ক্ষতিপূরণ এবং ন্যায়বিচারের একটি সমন্বিত প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যাবে। এর মধ্যে আন্তর্জাতিক মানদণ্ডসম্মত, অর্থবহ ও রূপান্তরমূলক নিরাপত্তা খাত সংস্কার থাকা উচিত, যাতে এসব লঙ্ঘন ও নির্যাতন পুনরায় না ঘটে।”

 

বিবৃতিতে বলা হয়, “এই প্রচেষ্টায় বাংলাদেশের সরকার ও জনগণকে সমর্থন ও সহযোগিতার জন্য জাতিসংঘ প্রস্তুত।”