হাসিনার মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : নভেম্বর ১৮, ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
নাহিদ ইসলাম বলেন, “শেখ হাসিনার বিচারের রায় পৃথিবীতে দৃষ্টান্ত হয়ে থাকবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এ রায় দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে। ১ মাসের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত এনে ফাঁসি কার্যকর করতে হবে। আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ও আমরা কার্যকর চাই।”
তিনি আরও বলেন, “এই যে বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে, তা অব্যাহত রাখতে হবে। দ্রুত সময়ের মধ্যে পরবর্তী মামলাগুলোর রায় দিতে হবে এবং তা কার্যকর করতে হবে। যারা জেলে আছেন, আমরা চাই দ্রুত সময়ের মধ্যে তাদের রায় কার্যকর হোক।”
























