হাসিনা-কাদেরসহ ২১৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জানুয়ারি ১৫, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানে ফেনীর ছাত্র-জনতার ওপর হামলায় দায়ের করা মাসুম হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২১৭ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার বিকেলে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হাসান এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত প্রতিবেদন আদালতে উপস্থাপিত হলে বিচারক তা আমলে নেন। শেখ হাসিনা ছাড়াও মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন: সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী এবং ফেনী-২ আসনের সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারী।

এছাড়া স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীসহ মোট ২১৭ জনকে এই মামলায় অভিযুক্ত করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে ফেনীতে মাসুমসহ ১১ যুবক গুলিতে নিহত হয়। এ ঘটনায় পরবর্তীতে মামলা দায়ের করা হলে দীর্ঘ তদন্ত শেষে পুলিশ প্রতিবেদন দাখিল করে। মামলার আসামিরা বর্তমানে দেশে-বিদেশে পলাতক থাকায় বিচারক তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন এবং সংশ্লিষ্ট থানায় তা কার্যকরের জন্য পাঠাতে আদেশ দেন।

আইনজীবী অ্যাডভোকেট মেজবা উদ্দিন ভূইঞা বলেন, “এই আদেশের মাধ্যমে হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় বড় ধরনের অগ্রগতি হলো। পলাতক আসামিদের গ্রেফতারে এখন আইনানুগ ব্যবস্থা ত্বরান্বিত হবে।”