হীরেন পণ্ডিত রচিত দ্বিতীয় গ্রন্থ বইমেলায় প্রকাশিত

ছাড়পত্র ডেস্ক:

প্রকাশিত : ফেব্রুয়ারি ১২, ২০২৪

রাজধানীর বাংলা একাডেমি পাঙ্গণে অমর একুশে গ্রন্থমেলায় হীরেন পণ্ডিত রচিত ‘বাংলাদেশ বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা’ বইটি প্রকাশিত হয়েছে।

বিবেক পালিকেশন প্রকাশিত এই বইটি পাঠকরা গ্রন্থমেলার ৩৬৫ নম্বর স্টল থেকে সংগ্রহ করতে পারবেন।

‘বাংলাদেশ বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা’ বইটি হীরেন পণ্ডিত রচিত দ্বিতীয় গ্রন্থ। বইটি পাঠকের কাছে নতুন তথ্য ভাণ্ডার হিসেবে সমাদৃত হবে। এর আগে হিরেন পণ্ডিত রচিত ‘দ্য ড্রিম অব দি ফাদার অব দি নেশন ম্যাটেরিয়ালাইজড বাই হিজ ডটার শেখ হাসিনা’ বইয়ে বঙ্গবন্ধু, বাংলাদেশ, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের নতুন পরিবর্তন ও উন্নয়নের মডেল হিসেবে গড়ে উঠা এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা শাণিত করাসহ বিভিন্ন বিষয় দেশে বিদেশে তুলে ধরার প্রয়াস প্রকাশ পায়।

তিনি একজন মিডিয়া ডেভেলপমেন্ট প্রফেশনাল এবং কর্মসূচি পরিকল্পনাকারী। বর্তমানে, তিনি গণমাধ্যম উন্নয়ন বিষয়ক সংগঠন বিএনএনআরসি’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর এবং রিসার্চ ফেলো হিসেবে কাজ করছেন। তিনি দেশ-বিদেশ থেকে বিভিন্ন প্রশিক্ষণ ও উন্নয়ন বিষয়ক শর্ট কোর্স সম্পন্ন করেন।

হীরেন পণ্ডিত একজন গবেষক, লেখক এবং কলামিস্ট। তিনি ১৯৬৮ সালের ১ জানুয়ারি নেত্রকোণা জেলায় পূর্বধলা উপজেলায় জন্মগ্রহণ করেন। ১৯৮৩ সালে হিরণপুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ১৯৮৫ সালে নেত্রকোণা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করেন। তিনি ১৯৮৫-৮৬ সেশনের জগন্নাথ হলের একজন আবাসিক ছাত্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে ১৯৮৮ সালে বিএসএস (অনার্স) এবং ১৯৮৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।