১৯ জেলায় শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : ডিসেম্বর ৩১, ২০২৫

আজ বুধবার ১৯ জেলার ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ। তবে ঢাকা ও দিনাজপুরসহ দেশের বেশ কিছু এলাকায় আজ দুপুরের দিকে সূর্য উঠেছে। এতে করে তাপমাত্রা কম থাকলেও কনকনের শীত কিছুটা কম অনুভূত হচ্ছে।

আবহাওয়াবিদরা বলেন, সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার ব্যবধান মাত্র ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। আর এ কারণেই মূলত শীতের অনুভূতি তীব্র আকার ধারণ করেছে। এই তাপমাত্রার ব্যবধান যত কম হয় শীতের অনুভূতি তত তীব্র হয়।

চলমান এই আবহাওয়া পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে গোপালগঞ্জে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি শীত মৌসুমে দেশের সবচেয়ে কম তাপমাত্রা।

এর পরের অবস্থানে রয়েছে উত্তরাঞ্চলের আরও কয়েকটি জেলা। ১০ ও ১০ এর নিচে থাকা তাপমাত্রার জেলাগুলো হচ্ছে যশোরের ৭ দশমিক ৮, চুয়াডাঙ্গায় ৮, রাজশাহীতে ৮.৪, ভোলা ও খুলনায় ৮ দশমিক ৫, খেপুপাড়া ও   মাদারীপুরে ৯, বরিশালে ৯ দশমিক ১, ঈশ্বরদীতে ৯ দশমিক ২, সাতক্ষীরায় ৯ দশমিক ৪, রামগতিতে ৯ দশমিক ৫, কুমারখালীতে ৯ দশমিক ৮, কয়রা ও বাঘা বাড়িতে ১০, পটুয়াখালী, মোংলা, হাতিয়া ও ফরিদপুরে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, কোনো অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা যদি ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস থাকে, তখন তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। তাপমাত্রা যদি ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হয় তাকে বলা হয় মাঝারি শৈত্যপ্রবাহ। আর তাপমাত্রা যদি ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমা যায় তখন তাকে তীব্র শৈত্যপ্রবাহ বলে ধরা হয়৷। আর তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে গেলে তাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ বলে।

আবহাওয়া অধিদফতর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।