৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : অক্টোবর ২৮, ২০২৫
৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। সোমবার স্থানীয় সময় রাত ১০টা ৪৮ মিনিটে (বাংলাদেশ সময় দিবাগত ১টা ৪৮ মিনিটে) এ কম্পন অনুভূত হয়।
তুরস্কের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থার বরাত দিয়ে বিবৃতিতে দেশটির দুর্যোগ ও জরুরি অবস্থা ব্যবস্থাপনা সংস্থা আফাদ জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল বা এপিসেন্টার পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশের সিন্দির্গি শহরের কাছে, ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ দশমিক ৯৯ কিলোমিটার গভীরে।
ইস্তাম্বুল, বুরসা, মানসিয়া ও ইজমির প্রদেশেও অনুভূত হয় ভূমিকম্প। আফাদের তথ্য অনুসারে, সিন্দির্গিতে বেশ কয়েকটি বাড়িঘর ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আহত বা নিহতের কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।
এর আগে আগস্টে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয় তুরস্কে। সেই ভূমিকম্পেরও এপিসেন্টার ছিল সিন্দির্গি। সেই ভূমিকম্পের পর থেকে বালিকেসির প্রদেশে নিয়মিত ছোটে আকারের কম্পন হয়ে আসছিল। সূত্র: এপি























