অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় আর নেই

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মার্চ ২৪, ২০২২

কলকাতার বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় আর নেই। আজ বৃহস্পতিবার তিনি নিজ বাড়িতে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৫৭ বছর।

জানা গেছে, বুধবার একটি রিয়েলিটি শোয়ে তিনি অংশ নেন। এরপর সেখানেই অসুস্থ হয়ে পড়েন। দু’তিন দিন ধরে পেটের সমস্যায় ভুগছিলেন অভিষেক।

অভিনয় ছিল তার প্রাণ। লাইট, ক্যামেরা, অ্যাকশন নিয়ে বাঁচতেন তিনি। শুট করতে করতেই চলে গেলেন অভিষেক চট্টোপাধ্যায়। অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ টলিউড।

নব্বইয়ের দশকে বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম ব্যস্ত অভিনেতা ছিলেন অভিষেক। এক সময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও তাপস পালদের সঙ্গে একসারিতে নাম উঠে আসতো তার।

উৎপল দত্ত ও সন্ধ্যা রায়ের মতো প্রতিভাবান অভিনেতাদের সঙ্গে পর্দায় দেখা গেছে অভিষেক চট্টোপাধ্যয়কে। কাজ করেছেন শতাব্দী রায় ও ঋতুপর্ণা সেনগুপ্তের মতো সমসাময়িক প্রথম সারির অভিনেত্রীদের সঙ্গে।