আফগান সীমান্তের ১৯টি পোস্ট দখলের দাবি পাকিস্তানের
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : অক্টোবর ১২, ২০২৫
আফগান সীমান্তের ১৯টি পোস্ট দখলের দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। শনিবার আফগান সেনাবাহিনীর সঙ্গে রাতভর সংঘাতে এই সীমান্ত পোস্টগুলো তাদের দখলে এসেছে।
পাকিস্তানি সেনাবাহিনী জানায়, পাকিস্তান ও আফগান তালেবান বাহিনীর মধ্যে শনিবার রাতে সীমান্তজুড়ে সংঘর্ষ হয়। এসময় সীমান্তবর্তী আফগানিস্তানের ডুরান মেলা, তুর্কমানজাই, শহিদান, কুনার, চাগাইসহ ১৯টি পোস্ট থেকে পালায় আফগান সেনাবাহিনীর কর্মকর্তা ও সদস্যরা।
পাকিস্তানি সেনাবাহিনী আরও জানায়, সংঘাতের সময় এসব পোস্টে কয়েক ডজন আফগান সেনা নিহত ও আহত হয়। তাদেরকে ফেলে রেখেই কর্মকর্তা ও সদস্যরা পালিয়ে যায়।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি বলেন, “আফগান বাহিনীর উসকানিমূলক হামলার জবাবে পাকিস্তান সেনাবাহিনী শক্ত প্রতিক্রিয়া দিয়েছে।”
পাকিস্তানি বাহিনী আন্তর্জাতিক সীমান্তে আফগান বাহিনীর বেশ কয়েকটি পোস্টে পাল্টা হামলা চালায়। এতে আফগান পোস্ট ও সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর ‘গুরুতর ক্ষতি’ হয়।
হামলায় আর্টিলারি, ট্যাংক, হালকা ও ভারি অস্ত্র ব্যবহার করা হয়েছে। আফগান বাহিনী খাইবার পাখতুনখোয়ার আঙ্গুরআড্ডা, বাজাউর, কুররাম, দির, চিত্রাল ও বেলুচিস্তানের বারামচায় পাকিস্তানি পোস্টে গুলি চালায়।
কাবুল কর্তৃপক্ষের অভিযোগ, পাকিস্তান গত সপ্তাহে আফগান রাজধানীতে বিমান হামলা চালায়। এর জবাবেই সীমান্তে লড়াই শুরু হয়।
কুনার, নানগারহার, পাকতিকা, খোস্ত ও হেলমান্দ প্রদেশ থেকে সংঘর্ষের খবর নিশ্চিত করেছে তালেবান কর্মকর্তারা।
ইসলামাবাদ যদিও বিমান হামলার কথা অস্বীকার করেছে, তবে কাবুলকে সতর্ক করে বলেছে, “তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) নিজেদের মাটিতে আশ্রয় দেওয়া বন্ধ করতে হবে।”
পাকিস্তানের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, একাধিক আফগান সেনা নিহত হয়েছে এবং তালেবান যোদ্ধারা পিছু হটতে বাধ্য হয়েছে।
তারা আরও জানিয়েছে, দায়েশ ও খারেজি গোষ্ঠীর ঘাঁটিগুলো, যেগুলো আফগান অন্তর্বর্তী সরকারের ছত্রচ্ছায়ায় চলছে, সেখানে আর্টিলারি, ট্যাংক, ড্রোন ও বিমান দিয়ে হামলা চালানো হচ্ছে।
আফগানিস্তান-পাকিস্তান উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে কাতার, ইরান, সৌদি আরবের মতো প্রতিবেশী দেশগুলো। সূত্র: জিও নিউজ ও ডন























