ইজরায়েলি জিম্মিরা মুক্তি পাবে সোমবার: ট্রাম্প

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : অক্টোবর ১১, ২০২৫

গাজায় যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী হামাসের কাছে জিম্মি জীবিত ইজরায়েলিদের সোমবার মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প বলেন, “সোমবার জিম্মিরা বাড়ি ফিরবে। তারা ভয়াবহ জায়গায় আছে। কোথায় আছে, খুব কম মানুষই জানে। বন্দিদের ফিরিয়ে দেওয়া হবে। ২৮টি মরদেহও পাঠিয়ে দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “আমি ইজরায়েলে যাব। নেসেটে বক্তব্য দেব। মিশরেও যাব। সেখানে চুক্তি স্বাক্ষর হবে। সারা বিশ্ব থেকে আরও অনেক নেতা আসবেন। তাদের আমন্ত্রণ জানানো হয়েছে।”

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় টানা নৃশংস হামলা চালায় ইজরায়েল। এর মধ্যে ২ মাসের কিছু বেশি সময় যুদ্ধবিরতি ছিল। বাকি সময়ে উপত্যকাটিতে নির্বিচার হামলা চালিয়ে ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করে দখলদার বাহিনী। আহত হয় প্রায় ১ লাখ ৭০ হাজার ফিলিস্তিনি।

শুক্রবার ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি হামলায় ধ্বংসস্তূপে পরিণত বাড়িঘরে ফিরতে শুরু করেছে। শুক্রবার সেনারা গাজার কিছু এলাকা থেকে পিছু হটা শুরু করলে গাজাবাসীরা দলে দলে ধুলায় মোড়া রাস্তায় হেঁটে গাজা সিটির দিকে ফিরতে শুরু করে।

ইজরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় দুপুরে (বাংলাদেশ সময় শুক্রবার বিকেল ৩টা) যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। এর রূপরেখা অনুযায়ী, ইজরায়েলি সেনারা এখন বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে।

চুক্তি অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে গাজায় আটক ইজরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হবে। বিনিময়ে ইজরায়েলে বন্দি শত শত ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে।