
ইজরায়েলি হামলায় একদিনে গাজায় নিহত ৮২
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জুলাই ১১, ২০২৫
ইজরায়েলি হামলায় বৃহস্পতিবার ভোর থেকে আজ শুক্রবার ভোর পর্যন্ত একদিনে গাজায় নিহত ৮২ ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
এই প্রাণহানির ঘটনা ঘটেছে এমন এক সময়ে যখন গাজায় যুদ্ধবিরতির জন্য আলোচনা চলছে এবং রাফাহতে ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে।
নিহতদের মধ্যে ১৫ জন একসঙ্গে নিহত হয় মধ্য গাজার দেইর আল-বালাহ শহরে, শিশুখাদ্য সংগ্রহের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায়। এদের মধ্যে ৯ জন শিশু ও ৪ জন নারী। এ হামলায় আরও অন্তত ৩০ জন আহত হয, যাদের মধ্যে ১৯ জন শিশু।
জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল এই হামলার কঠোর নিন্দা জানিয়ে বলেন, “মানুষ যখন বেঁচে থাকার জন্য সাহায্য নিতে যাচ্ছে, তখন তাদের হত্যা করা একেবারেই অমানবিক।”
তিনি আরও বলেন, “গাজায় মাসের পর মাস যথেষ্ট সাহায্য না পৌঁছানোর ফলে এখন শিশুরা অনাহারে দিন কাটাচ্ছে এবং দুর্ভিক্ষের আশঙ্কা ক্রমেই বাড়ছে।
হামাস বিবৃতিতে এই হামলাকে গাজায় গণহত্যার ধারাবাহিক অংশ বলে উল্লেখ করেছে। তারা বলেছে, “ইজরায়েল ধারাবাহিকভাবে স্কুল, রাস্তাঘাট, শরণার্থী শিবির ও বেসামরিক স্থাপনাগুলোর ওপর হামলা চালিয়ে সাধারণ মানুষকে হত্যা করছে। এটি পরিকল্পিত জাতিগত নিধনের অংশ, যা বিশ্বের চোখের সামনে ঘটছে।” সুত্র: আল জাজিরা