ইজরায়েলি হামলায় বুধবার গাজায় ৩ সাংবাদিক নিহত
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জানুয়ারি ২২, ২০২৬
গাজা শহরের দক্ষিণ-পশ্চিমে আল জাহরা এলাকায় ইজরাইয়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় বুধবার ৩ সাংবাদিক নিহত হয়েছে। তাদের মরদেহ দেইর আল-বালাহর আল-আকসা শহিদ হাসপাতালে পাঠানো হয়েছে। গাজার বেসামরিক সামরিক প্রতিরক্ষা দপ্তর বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
নিহত সাংবাদিকরা হলেন: মোহাম্মদ সালাহ কাশতা, আবদুল রউফ শাআত ও আনাস ঘনেইম। শাআত ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে এএফপিতে কাজ করতেন। তবে হামলার সময় তিনি কোনো দায়িত্বে নিয়োজিত ছিলেন না।
ইজরায়েলি সেনাবাহিনী বিবৃতিতে জানিয়েছে, সৈন্যরা মধ্য গাজা উপত্যকায় হামাসের সঙ্গে সংশ্লিষ্ট একটি ড্রোন পরিচালনাকারী কয়েকজন সন্দেহভাজনকে শনাক্ত করে। হামাসের সঙ্গে সংশ্লিষ্ট ড্রোন বলতে তারা কী বোঝাচ্ছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ইজরায়েলি সেনাবাহিনী।
বিবৃতিতে আরও বলা হয়, ড্রোনটি সেনাদের জন্য হুমকি তৈরি করছিল। সে কারণে (ইজরায়েলি সেনাবাহিনী) ড্রোনটি সক্রিয় করা সন্দেহভাজনদের নির্ভুলভাবে লক্ষ্য করে হামলা চালিয়েছে। হামলাটি নির্ধারিত কমান্ড চেইনের অনুমোদন অনুযায়ী পরিচালিত হয়।
এর আগে দেওয়া বিবৃতিতে গাজার বেসামরিক প্রতিরক্ষা দপ্তর জানায়, আল-জাহরার কাছে একটি বেসামরিক যানবাহন লক্ষ্য করে ইজরায়েলি ড্রোন হামলা চালানো হয়।
এক প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী, গাজা উপত্যকায় মিশরীয় রিলিফ কমিটির ত্রাণ বিতরণের ছবি ধারণের জন্য সাংবাদিকরা একটি ড্রোন ব্যবহার করছিল। সে সময় তাদের সঙ্গে থাকা একটি যানবাহনকে লক্ষ্য করে হামলা চালানো হয়।।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত গাজায় অন্তত ৪৬৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। সূত্র: আল জাজিরা























