‘ইজরায়েলের পতন হবে, কারণ এটি অপরাধের ওপর প্রতিষ্ঠিত’

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : সেপ্টেম্বর ১৮, ২০২৫

অপরাধের ওপর প্রতিষ্ঠিত ইজরায়েলের পতন হবে বলে মন্তব্য করেছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান শেখ নাঈম কাসেম। ইজরায়েলের পেজার আক্রমণের প্রথম বার্ষিকী উপলক্ষে একটি টেলিভিশন ভাষণে তিনি এ মন্তব্য করেন।

শেখ নাঈম কাসেম বলেন, “পেজার হত্যাযজ্ঞে আহতরা পথপ্রদর্শক, আশার চাবিকাঠি এবং সর্বশক্তিমান আল্লাহর প্রতি আনুগত্যে চিরন্তন জীবনের প্রতীক।’

আহতদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা আহতাবস্থা থেকে সেরে উঠছেন, এটাই সর্বোচ্চ বিজয়। আপনারা পরীক্ষা-নিরীক্ষার মুখোমুখি হয়েছেন এবং সেগুলোতে জয়ী হয়েছেন।”

হিজবুল্লাহ নেতা আহতদের সতর্ক করে বলেন, “শত্রু  আপনাদের শক্তি ছিনিয়ে নিতে এবং যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে দিতে চেয়েছিল। কিন্তু আজ আপনারা আরও শক্তিশালী ও নতুন উদ্দীপনায় জয়ী হচ্ছেন।”

তিনি আরও বলেন, “আপনারা ইসলামের সম্পূর্ণ বার্তার সঙ্গে একাত্ম। মুহাম্মদ (সা.) ও তাঁর পরিবার ও ইমাম খোমেনির সঙ্গে সংযুক্ত। আপনারা প্রতিরোধের জীবন্ত প্রতীক, যা বিশ্বের সকল পণ্ডিতের মধ্যে অনুপ্রেরণা হিসেবে প্রতিধ্বনিত করে।”

শেখ নাঈম কাসেম বলেন, “আপনারা নিশ্চয়তার সঙ্গে জানেন যে, ইজরায়েলের পতন হবে। কারণ এটি দখলদারিত্ব, অন্যায় ও অপরাধের ওপর প্রতিষ্ঠিত। তবে মুক্তির আগপর্যন্ত প্রতিরোধ বাহিনী এর মোকাবিলা করবে। দুই মহিমান্বিত গন্তব্যের পথে: জয় অথবা শাহাদৎ। আর এটাই চিরন্তন বিজয়।” সূত্র: মেহের নিউজ ও আল মানার