ইরাকে মার্কিন দূতাবাসে রকেট হামলা, আহত ৩

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জানুয়ারি ২৭, ২০২০

বাগদাদে মার্কিন দূতাবাসে রকেট হামলায় অন্তত তিনজন আহত হয়েছে। কয়েক বছরের মধ্যে এই প্রথম কোনও রকেট হামলায় বাগদাদে কোনও মার্কিন দূতাবাস কর্মী আহত হলো।

ইরাকি প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদি এ হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এ ধরণের ধারাবাহিক হামলার ফলে ইরাক আবার যুদ্ধক্ষেত্র হয়ে উঠতে পারে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আমাদের কূটনৈতিক সুযোগসুবিধা ও নিরাপত্তা দেয়ার যে বাধ্যবাধকতা ইরাকি কর্তৃপক্ষের রয়েছে, তাদের তা পালনের আহ্বান জানাচ্ছি আমরা।

দেশটিতে মার্কিন স্থাপনায় রোববারের এই হামলাল দায় কেউ স্বীকার করেনি। টাইগ্রিস নদীর পশ্চিমতীরে প্রচণ্ড বিস্ফোরণ শোনার কথা জানিয়েছেন সাংবাদিকরা। ওই অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন রয়েছে।

জানা গেছে, অতি সুরক্ষিত ওই অঞ্চলটিতে তিনটি কাতিউশা রকেট গিয়ে পড়ে। কেউ কেউ বলছে, পাঁচটি রকেট হামলা হয়।

ইরাকি নিরাপত্তা বাহিনী বিবৃতিতে জানায়, গ্রিনজোনে পাঁচটি কাতিউশা রকেট আঘাত হানলেও তাতে কেউ হতাহত হয়নি।

গত বছরের অক্টোবরে ইরাকের মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু বানিয়ে ১০৯টি রকেট ছোড়া হয়। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট জানায়, ইরান সমর্থিত আধাসামরিক গোষ্ঠীগুলো এ হামলা করছে।

৩ জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানি প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানি। এরপর ইরাকে মার্কিন ঘাঁটিতে উপর্যুপরি রকেট হামলা চালায় ইরান।

এ অবস্থায় ইরাকের মার্কিন সেনা ঘাঁটিগুলোতে নতুন করে নিরাপত্তা নিয়ম তৈরি করা হয়। ঘাঁটির বাইরে সব কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়। সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে প্রকাশ্যে চলাফেরা করতে হলে প্রতিরক্ষামূলক জিনিসপত্র ব্যবহার করতে নির্দেশনা দেয়া হয়।

ইরাকি অংশীদারদের ঘাঁটিতে যে করিডর দিয়ে প্রতিদিন যেতে হয় জোট বাহিনীর কর্মকর্তাদের, সেখানে অন্যান্য ইরাকি কমান্ডারদের পাশাপাশি এখনও সোলাইমানির সঙ্গে নিহত মুহান্দিসের ছবিও ঝোলানো আছে। সূত্র: বিবিসি