ইরান আলোচনা করতে চায়, সময়সূচি নির্ধারণ হয়েছে: ট্রাম্প

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুলাই ০৮, ২০২৫

ইরান আলোচনা করতে চায়, সময়সূচি নির্ধারণ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে ইজরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ট্রাম্প বলেন, “আমরা ইরানের সঙ্গে আলোচনার সময়সূচি নির্ধারণ করেছি। তারা আলোচনা করতে চায়। যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনা করবে।”

তিনি আরও বলেন, “তারা একটি বৈঠকের অনুরোধ করেছে... এবং যদি আমরা কাগজে-কলমে কোনো কিছু লিখতে পারি, তাহলে তা ঠিক হবে। এটা ভালো হবে। আমরা দেখব কী হয়।”

ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ বলেন, “বৈঠকটি আগামী সপ্তাহ বা তার মধ্যে অনুষ্ঠিত হবে।”

ইরানের ওপর আরেকটি হামলা চালানোর কোনো ‘ইচ্ছা’ বা ‘আকাঙ্ক্ষা’ আছে কিনা বা থাকলে কেন— সে সম্পর্কে জিজ্ঞেস করা হলে ট্রাম্প বলেন, “আমি আশা করি আমাদের এটি করতে হবে না। আমি এটি করতে চাই না। আমি কল্পনাও করতে পারি না যে, তারা এটি করতে চাইবে। তারা দেখা করতে চায়... তারা কিছু সমাধান করতে চায়।”

২২ জুন মার্কিন বি-২ বোমারু বিমান ইরানের ফোর্দো এবং নাতানজ পারমাণবিক স্থাপনায় ১৪টি জিবিইউ-৫৭ ম্যাসিভ অর্ডন্যান্স পেনেট্রেটর (এমওপি) বোমা নিক্ষেপ করে, যা বাঙ্কার বাস্টার নামেও পরিচিত। পাশাপাশি  ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে ওয়াশিংটনের অভিযানের অংশ হিসেবে ইসফাহানে অবস্থিত পারমাণবিক স্থাপনায় কয়েক ডজন সাবমেরিন-ভিত্তিক টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

১৫ জুন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ষষ্ঠ দফা আলোচনার কথা ছিল। কিন্তু ১৩ জুন ইজরায়েল ইরানের সামরিক, পারমাণবিক ও বেসামরিক স্থাপনাগুলোতে বিমান হামলা শুরু করে। এই যুদ্ধে ইজরায়েলকে সমর্থন জানিয়েই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র।

পরে ২৪ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইজরায়েল ও ইরানের মধ্যে ১২ দিনের সংঘাতের অবসান ঘটে। সূত্র: আনাদোলু