ইসলামি রীতির প্রতি আকৃষ্ট হয়ে চারজনের ইসলামধর্ম গ্রহণ

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জানুয়ারি ২৭, ২০২০

ইসলামি রীতিনীতির প্রতি আকৃষ্ট হয়ে একই পরিবারের চারজন ইসলামধর্মে দীক্ষিত হলো। সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ১নং বেহেলী ইউনিয়নের রহিমপুর গুচ্ছগ্রামের বাসিন্দা এ চারজন।

ইসলামধর্ম গ্রহণকারী চার ব্যক্তি হলেন, আব্দুল্লাহ (৩০), তিনি তার আগের নাম পরিবর্তন করে নিজের নাম রেখেছেন আব্দুল্লাহ। তার স্ত্রী শ্রীমতি বালা (২৫), নতুন নাম রহিমা জান্নাত হামিদা, বড় মেয়ে নন্দিনী (৬), নতুন নাম আয়েশা জান্নাত আক্তার এবং ছোট ছেলে মনি অনুরাগ, নতুন নাম মো. রায়হান আহমদ রাহি।

২৪ জানুয়ারি জুম্মা নামাজের পর ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ জামে মসজিদে খতিব মাওলানা আবু ফজল দ্বোহার কাছে কালেমা পড়ে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলামে দিক্ষিত হন একই পরিবারের এই চার সদস্য।

এর আগের দিন সুনামগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলাল উদ্দিনের আদালতে হলফনামার মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন তারা।

এ বিষয়ে নওমুসলিম আবদুল্লাহ বলেন, “ইসলাম ও মুসলমানদের রীতিনীতি দেখে এই ধর্মের প্রতি আমার আগ্রহ জন্মায়। বিয়ের আগপর্যন্ত এ বিষয়ে একটা ভাবনা কাজ করত। বিয়ের পর স্ত্রীকে আগ্রহের কথা জানালে আমার স্ত্রীও ইসলাম গ্রহণে আগ্রহ প্রকাশ করেন।”

তিনি আরো বলেন, “এরপরই পরিবারসহ শুক্রবার স্থানীয় মসজিদে মুসল্লিদের উপস্থিতিতে ইসলাম গ্রহণ করি।”