ঈদে আসছে গিয়াসউদ্দিন সেলিমের ‘কাজলরেখা’

বিনোদন ডেস্ক

প্রকাশিত : মার্চ ১২, ২০২৪

চারশো বছরের পুরনো গল্প নিয়ে গিয়াস উদ্দিন সেলিম নির্মাণ করেছেন ‘কাজল রেখা’ সিনেমা। এবারের ঈদেই মুক্তি পাচ্ছে সিনেমাটি। মৈমনসিংহ গীতিকার ‘কাজলরেখা’ গীতিকাব্য অবলম্বনে সিনেমাটি নির্মাণ করা হয়েছে।

বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গ, আমেরিকা, কানাডা ও অস্ট্রেলিয়াতেও মুক্তি পাচ্ছে সিনেমাটি। সিনেমাটিতে কাজলরেখার নাম ভূমিকায় দেখা যাবে মন্দিরা চক্রবর্তী। সুচ কুমারের বেশে দেখা যাবে শরিফুল রাজকে।

কঙ্কণ দাসীর খলচরিত্রে অভিনয় করেছেন রাফিয়াথ রশিদ মিথিলা। অন্যান্য চরিত্রে রয়েছেন ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, খায়রুল বাসার, সাদিয়া আয়মানসহ অনেকে।

গিয়াস উদ্দিন সেলিম বলেন, “প্রায় ৪০০ বছরের পুরনো গল্পের সিনেমাটির শুটিং হয়েছে নেত্রকোনার দুর্গাপুরে। দুই বছর ধরে সিনেমাটির নির্মাণ পর্ব চলেছে। এটা আমার নির্মিত সবচেয়ে ব্যয়বহুল সিনেমা।”

এদিকে, বর্তমানে সিনেমাটির মুক্তিকে কেন্দ্র করে প্রচারণায় ব্যস্ত কাজলরেখা সিনেমার নির্মাতা ও কলাকুশলীরা।

উল্লেখ্য, পরিচালনার পাশাপাশি কাজলরেখার চিত্রনাট্য ও সংলাপ বিন্যাস করেছেন গিয়াস উদ্দিন সেলিম। এমনকি সিনেমাটির কয়েকটি গান তিনি নিজেই লিখেছেন এ নির্মাতা।