‘এক দেশের সরকারপ্রধানকে আরেক দেশে অসুর বানানো অসম্মানজনক’

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : অক্টোবর ০১, ২০২৫

এক দেশের সরকারপ্রধানকে আরেক দেশে অসুর বানানো অসম্মানজনক বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। আজ বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় সেমিনারে ভারতে দুর্গাপূজায় প্রধান উপদেষ্টার প্রতিকৃতি দিয়ে অসুরের মূর্তি বানানো প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন।

ধর্ম উপদেষ্টা বলেন, “একটা দেশের সরকারপ্রধানকে নিয়ে আরেকটা দেশে অসুর বানিয়ে উপস্থাপন করাটা অশোভন ও অসম্মানজনক। আমরা এটার নিন্দা জানাই।”

খালিদ হোসেন বলেন, “আমাদের সরকারপ্রধানসহ পররাষ্ট্র উপদেষ্টা এখন দেশের বাহিরে আছেন। তারা দেশে ফিরলে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

সেমিনারের বিষয়বস্তু ছিল ‘দেশ গঠনে মাদরাসা শিক্ষার্থীদের ভূমিকা’। আজ বিকেলে সদর উপজেলার কাছাইট ইসলামিয়া দাখিল মাদরাসা মাঠে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. দিদারুল আলম।

বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর নকীব মো. নাসরুল্লাহ।