কনসার্টে সোনু নিগমের ওপর হামলা, আহত ২

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : ফেব্রুয়ারি ২১, ২০২৩

সোমবার সন্ধ্যায় মুম্বাইয়ে চেম্বুরের কনসার্ট চলাকালে কণ্ঠশিল্পী সোনু নিগম ও তার দলের ওপর হামলা হয়েছে। হামলায় সোনুর ম্যানেজার সায়রা ও তার বন্ধু-গায়ক রাব্বানি খান আহত হয়েছেন।

 

জানা গেছে, সোমবার সন্ধ্যায় চেম্বুরের অনুষ্ঠানে গান গাইছিলেন সোনু। ওই সময় স্থানীয় শিবসেনা বিধায়কের ছেলে সোনুর সঙ্গে ছবি তুলতে মঞ্চে ওঠেন। এ নিয়ে সোনুর ম্যানেজার সায়রার সঙ্গে বিধায়কের ছেলে দুর্ব্যবহার করেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোনুকে ধাক্কা দেওয়ার সময় তার দেহরক্ষী বাধা দিলে তাকে ধাক্কা মেরে ফেলে দেন বিধায়কের ছেলে। এরপর তিনি সোনুকে ধরতে যান, তখন তাকে বাঁচাতে এগিয়ে আসেন তার বন্ধু রাব্বানি খান। এরপর রাব্বানিকেও ধাক্কা মারেন তিনি।

 

এ সময় সিঁড়ি নিচে মাটিতে পড়ে যান রাব্বানি। সৌভাগ্যবশত সোনু কোনো আঘাত পাননি। কিন্তু যে দুজন তাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন, তারা আহত হয়েছেন। এ ব্যাপারে বিস্তারিত কিছু না জানালেও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সোনু নিগম। সূত্র: ই-টাইমস