করোনায় একদিনে দুজনের মৃত্যু, শনাক্ত ১৮
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জুন ১৭, ২০২৫
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় দুজন মারা গেছে। আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৮ জন। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ জুন পর্যন্ত শনাক্ত হয়েছে ৩৩১ জন এবং মারা গেছে সাতজন। দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ৩১২টি নমুনা পরীক্ষায় ১৮ জনের করোনা শনাক্ত হয়।
এদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ১০ জন, ঢাকা মহানগরে দুজন, রাজশাহী বিভাগে ৪ জন, খুলনায় একজন এবং ময়মনসিংহে একজন রয়েছে।
এসময়ে যে দুজন মারা গেছেন তাদের মধ্যে একজন ঢাকা বিভাগে, অন্যজন চট্টগ্রাম বিভাগে।
























