কিছু কথা বলা প্রয়োজন

রিফাত চৌধুরী

প্রকাশিত : সেপ্টেম্বর ২১, ২০১৭

১. একজন বিশিষ্ট কবি বলছেন সাংবাদিকতা সাহিত্যের শত্রু। আরেকজন বিশিষ্ট কবি বলছেন সংবাদ মূলত কাব্য। এর পর সংবাদ মূলত গল্প কিনা, আমি সে তর্কে যাব না।
লেখার পদ্ধতিটাই এমন যে খবর একদিনেই বাসি হয়ে যায়, মানে লোকে একদিনেই ভুলে যায়। নইলে পরদিন কেউ কাগজ কিনবে না।

২. ডিভোর্স সম্বন্ধে কোনো কথা বলতে গেলে, অন্তত এই আধুনিক যুগে মনে হয় যেন নতুন করে পুরনো কাসুন্দি ঘাঁটা। ‘অ্যাডজাস্টমেন্ট ইনকমপ্যাটিবিলিটি’ ইত্যাদি গালভরা শব্দগুলি সঙ্গে আজ প্রায় যে কোনো ব্যক্তিই পরিচিত।
কিন্তু লক্ষনীয় হলো সাধারণত যেসব কারণে আমাদের আজকের সমাজে ডিভোর্স হয়, তা নানাভাবে বিচার ও সমালোচনা করা হলেও সেইসব দম্পতিদের কথা অন্তত মধ্যবিত্ত সমাজের পটভূমিকায় কোনোদিন ভেবে দেখা হয়নি, যারা সদ্য বিবাহিত ও নবীন, যাদের বয়স পঁচিশের সীমানার উপরে নয়।
এত অল্প সময়ের মধ্যে বিবাহের মতো একটি গুরুত্বপূর্ণ বন্ধন যে তাদের অধিকাংশক্ষেত্রেই ভেঙে যাচ্ছে, তা কি শুধু তারা ‘দায়িত্বহীন’ বা মডার্ন বলে?